বিশ্বকাপে ব্যর্থ ইংল্যান্ডের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন
হতাশার এক বিশ্বকাপ জার্নি শেষ করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে তারা শেষটা রাঙিয়েছিল। এরপর সবমিলিয়ে বিশ্বকাপের ৯ ম্যাচে তাদের জয় দাঁড়ায় তিনটি। এমন ব্যর্থতার কারণে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারা ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যেখানে বিশ্বকাপ খেলা স্কোয়াডের কেবল ছয় ক্রিকেটারকে রাখা হয়েছে ওই সিরিজের দলে।
ধারাবাহিক ব্যর্থতার জন্য ইংলিশদের অধিনায়কত্বে জস বাটলার থাকবেন কি না সেই প্রশ্ন উঠেছিল। তার উত্তরও মিলেছে এবার। আসন্ন দুটি ফরম্যাটের সিরিজেই তাকে নেতৃত্বে রাখা হয়েছে। বিশ্বকাপ দলে থাকা গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকস, ব্রাইডন কারস, স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোন বাটলারের সঙ্গে এই দলে যোগ দিয়েছেন। বিশ্বকাপের মাঝপথে রিচ টপলি ইনজুরিতে ছিটকে যাওয়ায় বদলি হিসেবে নেওয়া হয়েছিল কারসকে। যদিও সেখানে তরুণ এই পেসারের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।
আরও পড়ুন
সে হিসেবে বিশ্বকাপ খেলা জো রুট, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি (সদ্য অবসর) বাদ পড়েছেন ক্যারিবীয় সফর থেকে। অ্যাশেজ সিরিজে নিজের সামর্থ্য দেখানো জশ টাঙকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সঙ্গে দলে যোগ দিয়েছেন জন টার্নার। ২২ বছর বয়সী হ্যাম্পশায়ারের এই ক্রিকেটার দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটের হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। টেস্ট ফরম্যাটে ইংলিশদের সহ-অধিনায়কত্ব করা ওলি পোপও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। টার্নার এবং টাঙয়েরও ওডিআইতে এবার অভিষেক হতে পারে।
— England Cricket (@englandcricket) November 12, 2023
দলীয় ব্যর্থতায় এবার বিশ্বকাপের সেমিফাইনালও খেলা হচ্ছে না ইংলিশদের। এমন দুর্দশার কথা ভুলতে তারা ক্যারিবীয় সিরিজটিকে বেছে নিতে চায়। অন্যদিকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকৈ ছিটকে যাওয়া দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজও চায় নতুন করে সবকিছু শুরু করতে। ইতোমধ্যে তারা ঘরোয়া ক্রিকেটে বেশকিছু পরিবর্তন এনেছে।
আগামী ৩ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে ইংল্যান্ড ও উইন্ডিজদের সিরিজটি শুরু হবে। প্রথম দুটি ওয়ানডে (৩ ও ৬ ডিসেম্বর) ম্যাচ হবে অ্যান্টিগায়। ৯ ডিসেম্বর ৫০ ওভারের শেষ ম্যাচ ও ১২ ডিসেম্বর বার্বাডোজে হবে প্রথম টি-টোয়েন্টি। পরে গ্রানাডা এবং ত্রিনিদাদে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। তার আগে এই সিরিজ দিয়ে কন্ডিশনটাও দেখে নেবে ইংল্যান্ড।
আরও পড়ুন
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাঙ, জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাঙ, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।
এএইচএস