ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে কারোর অভিযোগ ছিল না: শান্ত
পুরো বিশ্বকাপেই যেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার ছিল এক রহস্যময় বিষয়। প্রতিপক্ষ তো বটেই, নিজের দলেই হয়ত অনিশ্চিত ছিল কে কবে কোথায় খেলবেন। দলের ওপেনার বাদে কোন পজিশনে কারা খেলবে সেটা ছিল অনিশ্চিত। দলের গুরুত্বপূর্ণ তিন নাম্বার পজিশনে একেক দিন একেক জন এসে খেলেছেন। শুধু টপ অর্ডার কেন মিডল অর্ডারেও এসেছে বারংবার পরিবর্তন। টানা হারের কারণে সমালোচনার শীর্ষে ছিল এই ব্যাটিং পজিশন পরিবর্তন করা নিয়ে।
এর আগেও বহুবারই বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন এসেছে। মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানদের এই নিয়ে প্রশ্ন করা হয়েছে। গতকাল শনিবার নাজমুল হোসেন শান্তকে পেয়ে আরও একবার ওঠানো হলো ব্যাটিং অর্ডার প্রসঙ্গ। জানার চেষ্টা ছিল, এমন সিদ্ধান্ত নিয়ে দলের মতামত নিয়ে।
আরও পড়ুন
তবে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানিয়েছেন, দলের মধ্যে এমন পরিবর্তন করা নিয়ে কারোর কোনো মন খারাপ বা অভিযোগ ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের বদলি দায়িত্ব পালন করা এই ব্যাটার। তিনি জানান সবাই খুশি ছিল, কোনো অভিযোগ ছিল না এই নিয়ে।
শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় যে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো ব্যাটারের কোনো অভিযোগ ছিল না। যে যেখানে ব্যাটিং করেছে সবাই খুশি ছিল। কিন্তু এর সঙ্গে যেটা বলতে চাই যদি আমরা যেভাবে এসেছিলাম ওই জায়গায় যদি একই রকম থাকত হয়তো আলাদা কোনো কিছু হলেও হতে পারত। ’
‘কিন্তু আমার কাছে মনে হয় না যে, ওইটা করলেও অনেক সফল হয়ে যেতাম। আবার একই রকম থাকলে সাফল্যের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। তো এখন আর এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই। ’-যোগ করেন শান্ত।
এসএইচ/জেএ