যে অবাস্তব সমীকরণের সামনে পাকিস্তান
লঙ্কানদের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে জয়ে সেমিফাইনালের আশায় বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। কাগজে-কলমে যেটুকু আশা টিকেছিল, সেই অবাস্তব সমীকরণ টপকাতে হলে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য।
এমন ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফলে নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে বাবরদের।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ রানে অলআউট হয়ে গেলে, পাকিস্তানকে ১.৩ ওভারে ম্যাচ জিততে হবে। অর্থাৎ, ৯ বলে করতে হবে ২১ রান। ইংল্যান্ড ৫০ রান করলে ২ ওভারে ম্যাচ জিততে হবে বাবরদের। অর্থাৎ, ১২ বলে করতে হবে ৫১ রান। ইংল্যান্ড যত বেশি রান করবে, পাকিস্তানের সেমিফাইনালের অঙ্ক তত কঠিন হবে।
ইংল্যান্ড ১০০ রান করলে পাকিস্তানকে সেই রান তুলতে হবে ২.৫ ওভারে। বাটলারেরা ১৫০ রান তুললে বাবরদের ম্যাচ জিততে হবে ৩.৪ ওভারে। ইংল্যান্ড ২০০ রান করলে ৪.৩ ওভারে ২০১ রান করতে হবে পাকিস্তানকে। আবার ইংল্যান্ড ৩০০ রান করলে জয়ের জন্য পাকিস্তান পাবে ৬.১ ওভার। সবমিলিয়ে ইডেনে খেলা শুরুর আগেই ঘোরতর সমস্যায় বাবররা। টসের পরেই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল।
অন্যদিকে, একটি লক্ষ্য রয়েছে ইংল্যান্ডের সামনেও। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র জোগাড় করার জন্য শনিবার ইডেন গার্ডেন্সে জিততেই হবে গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ইংল্যান্ডের রান | পাকিস্তানকে জিততে হবে |
২০ রান | ১.৩ ওভার |
৫০ রান | ২ ওভার |
১০০ রান | ২.৫ ওভার |
১৫০ রান | ৩.৪ ওভার |
২০০ রান | ৪.৩ ওভার |
৩০০ রান | ৬.১ ওভার |
#তথ্যসূত্র-ক্রিকবাজ
এফআই