আফ্রিকা-আফগান ম্যাচের সেরা ৩ মুহূর্ত
প্রায় শেষ হয়ে আসছে বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের খেলা। শেষদিকের ম্যাচগুলো হয়ে পড়েছে অনেকটা নিয়মরক্ষার। আগেই তিনটি দল সেমি নিশ্চিত করেছিল, বাকি দল হিসেবে অনেক এগিয়ে ছিল নিউজিল্যান্ড। সে কারলে সেমিতে খেলতে হলে আফগানিস্তানকে অসম্ভব কিছুই করতে হতো। সেটি সম্ভব না হলেও তারা চার জয়ে বিশ্বকাপের টেবিলে ছয়ে থেকে স্বপ্নের বিশ্বকাপ শেষ করছে। অন্যদিকে ৭ জয় নিয়ে টেবিলের দুই নম্বর স্থান ধরে রাখলো দক্ষিণ আফ্রিকা।
রাউন্ড রবিন পর্বে দুই দলের শেষ লড়াইয়ের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক—
বড় ব্যবধানে জয়ের সমীকরণ মাথায় নিয়ে উল্টো বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে টপ অর্ডাররা সেভাবে দাঁড়াতেই পারেনি। ফলে ১১৬ রানেই ৬ উইকেট হারায় আফগানরা। সেখান থেকে বাকিটা পথ একাই টেনেছেন আজমতউল্লাহ ওমরজাই।
মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না ওমরজাইয়ের। তবে তার ৯৭ রানে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৪ রানের লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। এরপর রশিদ খানরা ম্যাচটা জমিয়েও তুলেছিলেন। কিন্তু শেষ হাসি হাসা হলো না তাদের!
সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপ যাত্রাটাও শেষ হয়েছে আফগানিস্তানের। ভ্যান ডার ডুসেনের ৭৬ রানে ভর করে প্রোটিয়ারা ৫ উইকেটে জিতেছে। আফ্রিকানদের মাঝপথেও বিপর্যয় তৈরি হয়েছিল। সেটি ডুসেনের কল্যাণে তারা উৎরে গেছে। চলতি বিশ্বকাপে এ নিয়ে দুবার ম্যাচসেরা হলেন ডুসেন।