অলিম্পিক থেকে দুই ধাপ দূরে দিয়া-রুবেল
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আশানুরুপ ফল করতে পারেনি। ওই প্রতিযোগিতা শেষেই আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে এশিয়ার অলিম্পিক কোটা নিশ্চিতের লড়াই। সেই লড়াইয়ে রিকার্ভ পুরুষ ও নারী এককে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
আগামীকালই নিশ্চিত হবে প্যারিস অলিম্পিকে আরচ্যারির এশিয়ার প্রতিনিধিত্বকারী আরচ্যারদের নাম। সেই লড়াইয়ে দিয়া এবং রুবেলও রয়েছেন। ব্যাংকক থেকে বাংলাদেশ আরচ্যারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘কোরিয়া, জাপান ও চীন ইতোমধ্যে কোটা নিশ্চিত করেছে। এ দেশগুলোর বাইরে এখান থেকে নারী ও পুরুষ উভয় বিভাগে দু’জন অলিম্পিক নিশ্চিত করতে পারবে। ফাইনালে উঠতে পারলে অলিম্পিক খেলতে পারবে দিয়া এবং রুবেল।’
রুবেল এবং দিয়া আগামীকাল কোয়ার্টার ফাইনালে লড়বেন। কোয়ার্টারে জিততে পারলে উঠবেন সেমিতে। সেমিতে হারলেও খানিকটা সম্ভাবনা থাকবে তাদের এমনটাই জানালেন মার্টিন, ‘আসলে কোটা নিশ্চিত পদ্ধতির হিসাবটা একটু জটিল। ফাইনাল যদি অল ভারত হয়, সেক্ষেত্রে ব্রোঞ্জ জয়ীরও সম্ভাবনা থাকবে। কারণ এখানে কোটাটা ব্যক্তিগত নয় দেশভিত্তিক। তবে সহজ হিসেবে অলিম্পিক খেলতে হলে ফাইনালে উঠতে হবে।’
আরও পড়ুন
আগামীকাল কোটা নিশ্চিত না হলেও বাংলাদেশের আরচ্যারদের আরেকটি সুযোগ থাকছে বলে জানিয়েছেন মার্টিন, ‘জুনে আরেকটি অলিম্পিক কোটা বাছাই প্রতিযোগিতা রয়েছে। সেখানে মূলত শেষ সুযোগ থাকবে সরাসরি অলিম্পিক খেলার।’
বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিকে বাংলাদেশ সাধারণত ওয়াইল্ড কার্ড নিয়ে খেলে। ২০১৬ সালে রিও অলিম্পিকে গলফার সিদ্দিকী এবং ২০২০ টোকিও অলিম্পিকে আরচ্যার রোমান সানা পারফরম্যান্স এবং র্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি খেলা নিশ্চিত করছিলেন।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত রিকার্ভ মেয়েদের এককে প্রি-কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের এনগুয়েন থি থানহ নিকে ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন দিয়া। রিকার্ভ পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন হাকিম আহমেদ রুবেল। প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার রুসমাদী মোহাম্মদ ফেরদৌসকে সরাসরি ৬-০ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন। অলিম্পিক কোটা নিশ্চিতের লড়াইয়ে রোমান সানা, সাগর ইসলাম, সীমা আক্তার আজ প্রি-কোয়ার্টারের গণ্ডিও পার হতে পারেননি।
এজেড/এএইচএস