ডোনাল্ডের পর চাকরি ছাড়লেন আরও এক বিদেশি
বিশ্বকাপ শেষ না হতেই দায়িত্ব ছাড়তে শুরু করেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। বৃৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড চাকরি থেকে সরে যাওয়ার কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। এরপর বাংলাদেশ দল ছাড়ার ঘোষণা দিলেন দলের পারফর্মম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর।
যদিও আগে থেকে গুঞ্জন ছিল তিনি বিশ্বকাপ শেষে আর থাকবেন না। এবার সেই গুঞ্জনই সত্যি হলো, নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বেশ আবেগী বার্তায় দিয়েছেন শ্রীনি। সেখানে তিনি বলেন, 'ভারাক্রান্ত মন নিয়ে আমি আগামীকাল অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাবো। এই পথচলা শেখার, স্মৃতি, এবং উত্থান-পতনের ছিল। যা আমি আমার বাকি জীবনের জন্য কাজে লাগাব।'
'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, খেলোয়াড়, কোচ, অধিনায়ককে আমার ওপর আস্থা রাখার জন্য এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।'-যোগ করেন শ্রীনি।
তিনি আরও বলেন, 'মিডিয়া এবং ভক্তদের কাছে, গত কয়েক সপ্তাহ কঠিন সময় ছিল। কিন্তু আমি নিশ্চিত যে দল এখান থেকে ঘুরে দাঁড়াবে! আপনারা সবসময় তাদের সমর্থন করতে থাকুন! বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে। আমি দলের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করব।'
বাংলাদেশ দলের হয়ে ২৫ টেস্ট, ৭৫টি-টোয়েন্টি, ও ৮৩টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন শ্রীনিবাস। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এছাড়া আইপিএলে সানরাইজার্স হাইদ্ররাবাদের হয়েও কাজ করেছেন শ্রীনিবাস।
এসএইচ/এমএ