বিশ্বকাপে ডাক পেয়ে যা বললেন বিজয়
সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা শেষ। আঙুলের চোটে পড়ে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেছেন। সাকিব ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে নতুন করে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে আজ (বুধবার) বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’
এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’
আরও পড়ুন
সবশেষ এশিয়া কাপেও তিনি খেলতে গিয়েছিলেন লিটন দাসের অসুস্থতার কারণে। এ নিয়ে বিজয় বলেন, ‘আসলে ওপরওয়ালার ইচ্ছা ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।’
এর আগে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই আঙুলে ব্যথা পান সাকিব। তার ইনজুরি নিয়ে গতকাল জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’
Seeing even one match at the World Cup is a dream come true for me. It makes me happy to represent Bangladesh. Pray on my behalf
Posted by Anamul Haque on Tuesday, November 7, 2023
সাকিব ছিটকে যাওয়ার পরই বিজয়কে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। তবে অনুমতি পেতে অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে। পরে এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করে আইসিসি। ফলে ডানহাতি ব্যাটার বিজয় শিগগিরই বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দেবেন।
এভাবে এশিয়া কাপ চলাকালেও অনেকটা হঠাৎ করেই বিজয়কে বাংলাদেশ দলে ডেকে নেওয়া হয়। লিটন দাস সুস্থ না হওয়ায় তার বদলি নেওয়া হয় এই ওপেনিং ব্যাটারকে। পরে এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাটে রান পাননি বিজয়। পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। এবারও হুট করেই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের।
এসএইচ/এএইচএস