যে অঙ্কে সেমিতে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
বিশ্বকাপের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান যেভাবে উন্মাদনার তৈরি করেছিল, তাদের ম্যাচ শেষে তা যেন হাওয়ায় মিলিয়ে যায়! একপেশে ম্যাচটিতে ন্যূনতম লড়াই দেখাতে না পারা পাকিস্তান হেরেছিল বড় ব্যবধানে। তবে এখনও তাদের আরেকটি লড়াইয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ভারত সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলেও, পাকিস্তান এখনও ‘যদি-কিন্তু’র হিসাবে আটকে আছে।
ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হোক এমনটা চান সৌরভ গাঙ্গুলীও। দিন কয়েক আগে তিনি বলেছিলেন, ‘আমি চাই পাকিস্তান এখানে (কলকাতা) সেমিফাইনালের জন্য ওঠে আসুক। কারণ, ভারত-পাকিস্তানের সেমিফাইনালের চেয়ে বড় আর কিছু হতে পারে না।’ আসলেই কি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই?
৮ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে স্বাগতিকরা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, শীর্ষে থাকা দল খেলবে পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা দলের সঙ্গে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮ ম্যাচে ১২। আরও একটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের শেষ দু’টি ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে। সে ক্ষেত্রে নেট রানরেটের বিচারে এই দু’টি দলই দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকবে। কারণ, পয়েন্ট তালিকার নিচের দিকের কোনো দল ১৪ পয়েন্টে যেতে পারবে না।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যদি নিজেদের ম্যাচ জেতে তাহলে শেষ চারের লড়াই থেকে বিদায় নেবে আফগানিস্তান। কারণ, এই দুই দলের সঙ্গেই তাদের খেলা রয়েছে। সে ক্ষেত্রে আফগানিস্তান শেষ করবে ৮ পয়েন্টে। তাহলে চার নম্বরে থাকার প্রধান দুই দাবিদার পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই দলেরই ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। নেট রানরেটে পাকিস্তানের (০.০৩৬) থেকে এগিয়ে নিউজিল্যান্ড (০.৩৯৮)।
নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ নভেম্বর বেঙ্গালুরুতে। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ১১ নভেম্বর কলকাতায়। অর্থাৎ, পাকিস্তান নিউজিল্যান্ডের পর নিজেদের খেলা খেলবে। তাই আগের খেলার ফল দেখে খেলতে পারবেন বাবর আজমরা।
আরও পড়ুন
যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ হারে আর অন্যদিকে পাকিস্তান শেষ ম্যাচ জেতে তাহলে পয়েন্টের বিচারে চতুর্থ স্থানে শেষ করবে পাকিস্তান। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে খেলা ভেস্তে যায় তা হলে দু’দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে পাকিস্তান শেষ ম্যাচ জিতলেই চার নম্বরে।
আর যদি নিউজিল্যান্ড ও পাকিস্তান দু’দলই নিজেদের শেষ ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেটের বিচারে ঠিক হবে বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল যাবে। যেহেতু পাকিস্তান পরে খেলবে তাই তাদের দেখে খেলার সুযোগ রয়েছে।
এফআই