দিল্লিতে আবারও ঝামেলা
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের কার্যত নিয়মরক্ষার ম্যাচে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যদিও উন্মাদনাহীন ম্যাচটিতে রীতিমতো তুমুল উত্তাপ ছড়াচ্ছে। শ্রীলঙ্কার ইনিংসে ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করায় তার ওপর তোপ দাগছেন অনেকেই। এই এক ঘটনায় পুরো ম্যাচের চিত্রপটই যেন বদলে গেছে।বিশেষ করে বাংলাদেশ ইনিংসে প্রচুর স্লেজিং হচ্ছে। গ্যালারিতেও লঙ্কান সমর্থকরা সাকিবদের মনোবল ভাঙার চেষ্টার কমতি রাখেননি।
আরও পড়ুন
যদিও এখন পর্যন্ত ব্যাট হাতে ভালোই সামাল দিচ্ছে বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে সাকিব-শান্তর শতরানের জুটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সংগ্রহ ১৮১ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৯৩ রান। হাতে ওভার আছে আরও ২১টি। উইকেট আছে ৮টি।
দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারের ঘটনা। বল বদলানো নিয়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচে এর আগে একবার বদলানো হয় বল। আম্পায়াররা আবারও বল বদলানোর সিদ্ধান্ত নেন। তবে নতুন বলটি ঠিক পছন্দ হয়নি লঙ্কানদের। অধিনায়ক মেন্ডিস, ম্যাথিউসহ বেশ কয়েকজন কিছুক্ষণ ধরে কথা বলেন অনফিল্ড দুই আম্পায়ার মারাই ইরাসমাস ও রিচার্ড ইলিংওর্থের সঙ্গে।
মাঝে দিয়ে সে আলোচনায় ঢুকতে চেয়েছিলেন সাকিবও। যদিও আম্পায়ার তাকে ঠিক আমন্ত্রণ জানাননি তাতে। শিশিরের কারণে নতুন বলে লঙ্কানদেরই সুবিধা হওয়ারই কথা। কিন্তু তারা ঠিক কী কারণে আপত্তি জানায় সেটি বোঝা যায়নি যদিও। তবে দারুণ ছন্দে থাকা সাকিবদের মোমেন্টাম নষ্ট করতেই সময়ক্ষেপণ করছে লঙ্কানরা এমন অভিযোগও তুলছেন কেউ কেউ।
এফআই