অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ
সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে এখনো টিকে থাকলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে দুই দলের জন্যই জয় ভীষণ প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ২৮০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা- ২৭৯/১০ (৪৯.৩ ওভার)
বাংলাদেশ- ২৮২/৭ (৪১.৩ ওভার)
অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ
সাকিব-শান্ত’র উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ। যদিও শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছে বেশ চাপে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল সাকিব আল হাসানের দল।
সাকিবের পর শান্তকে ফেরালেন সেই ম্যাথিউস
রান তাড়ায় দারুণ জুটিতে রেকর্ড গড়েন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ১৬৯ রান। এ জুটিতে ভর করে ২৮০ রান তাড়ায় সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। নিজেরাও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। পরপর দুই ওভারে দুই ব্যাটারকেই সাজঘরে পাঠালেন ম্যাথিউস।
ব্যাক্তিগত ৮২ রানের মাথায় সাকিবকে ফেরানোর পর ৯০ রানের মাথায় সেই ম্যাথিউসেরই শিকার হলেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন শান্ত। ১২ চারে ১০১ বলে তিনি খেলেছেন ৯০ রানের ইনিংস।
বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৮৮ বলে ৫৫ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ দুই ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
সেই ম্যাথিউসে কাটা পড়লেন সাকিব
দেরিতে হলেও রানে ফিরলেন সাকিব। চলতি বিশ্বকাপে প্রথম ফিফটি তুলে এগোচ্ছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে। ৩২ তম ওভারে ম্যাথিউসের থেমে আসা বলে লিডিং-এজে মিড অফে আসালাঙ্কার হাতে ধরা পড়লেন সাকিব। ১২ চার ও ২ ছক্কায় ৬৫ বলে ৮২ রানে থামলেন টাইগার অধিনায়ক। সাকিব থামলেও জয়ের দ্বারপ্রান্তেই আছে বাংলাদেশ।
সাকিব সাজঘরে ফেরার সময় হাত হাত দিয়ে কাল্পনিক ঘড়ি দেখাচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার এমন উদযাপন এতক্ষণে নিশ্চয়ই না বোঝার কথা নয় কারোরই।
সাকিবের ফিফটি, প্রথমবার একশ পেরোল জুটির রান
দিল্লিতে শান্ত ও সাকিবের দারুণ ব্যাটিং দেখে সমর্থকদের আফসোস বরং বাড়তে পারে আরও! বড্ড দেরি হয়ে গেল যে। আসরজুড়ে রানখরায় ভুগেছে টাইগার ব্যাটাররা। আজও শুরুতে ফিরে গেছেন দুই ওপেনার। সেখান থেকে দলকে টানছেন সাকিব ও শান্ত।
এরই মধ্যে দুজনই পেয়েছেন ফিফটি। জুটির রানও ছাড়িয়েছে শতকের ঘর। এবারের আসরে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৯৭ রানের। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটেই সেটি করেন শান্ত ও মিরাজ। আজ চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতরানের জুটি গড়লেন শান্ত ও সাকিব।
দলীয় ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর এই মাইলফলক ছুঁতে দুজন খেললেন স্রেফ ৯৫ বল। ৮২ বলে ৭৮ রানে ব্যাট করছেন শান্ত ও সাকিব অপরাজিত আছেন ৫০ বলে ৫১ রানে।
শান্তর ফিফটি, এগোচ্ছেন সাকিব
৫৯*, ০, ৭, ৮, ০, ৯, ৪-আজকের আগে বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর স্কোর। দারুণ ফর্মে থাকা টাইগার এই ক্রিকেটার বিশ্বকাপটা কাটাচ্ছিলেন দুঃস্বপ্নের মতো। আজ লঙ্কানদের বিপক্ষে রানে ফিরলেন। ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বল বাউন্ডারি ছাড়া করে ৫৮ বলে ৫০ পূর্ণ করেন।
শান্ত-সাকিব জুটির ৫০
আবারও ব্যর্থ দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। দুই ওপেনার দ্রুত ফিরলেও দলকে টানছেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান জুটির। এ জুটির রান ইতোমধ্যে ৫০ ছাড়িয়েছে। ৫০ বলে ৪০ রানে ব্যাট করছেন শান্ত আর সাকিব অপরাজিত আছেন ৩১ বলে ২৯ রানে।
জীবন পেয়েও ব্যর্থ লিটন
৬ রানের মাথায় জীবন পেয়েছিলেন লিটন দাস। তবে বেশিদূর এগোতে পারলেন না। ইনিংসের ষষ্ঠ ওভারে কাসুন রাজিথার ওপর চড়াও হয়েছিলেন লিটন দাস। পরপর ২ বলে ২টি ছক্কা মারেন তিনি। যদিও দ্বিতীয় ছক্কাটি মারার পরই পায়ে টান পড়ে। বেশ খানিকটা সময় পর আবারও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকলেন না। পরের ওভারে মাদুশঙ্কার দারুণ এক ইয়র্কারে এলবডব্লিউ হন লিটন। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২২ রান করেছেন।
উইকেট বিলিয়ে দিলেন তানজিদ
প্রথম ওভারটা দেখেশুনেই খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। শেষ দুই বলে তানজিদ দুটি চার মারেন। দ্বিতীয় ওভারে এক চারের সঙ্গে আসে তিনটি সিঙ্গেল রান। ভালোই আগাচ্ছিল ইনিংস, এর মাঝেই পরের ওভারের প্রথম বলে দিলশান মাদুশঙ্কাকে মারতে গিয়ে ওপরে ক্যাচ তুলে দেন তামিম। সেটি ধরার জন্য চার ফিল্ডার এগিয়ে এসেছিল, পরে তালুবন্দী করেন পাথুম নিশাঙ্কা।
দলীয় মাত্র ১৭ রানেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা ব্যাট হাতে ব্যর্থ তামিম আজও ফিরেছেন ৫ বলে ৯ রান করে।
২৭৯ রানে থামল শ্রীলঙ্কা
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন চারিথ আসালঙ্কা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।
জুটি ভাঙলেন শরিফুল
আট নম্বরে ব্যাট করতে নেমে আসালঙ্কাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মহেশ থিকশানা। সপ্তম উইকেটে বড় জুটির পথেই এগোচ্ছিল তারা। তবে থিকশানাকে ২২ রানে থামালেন শরিফুল। আসালাঙ্কার সঙ্গে তার জুটিতে উঠেছে ৪৮ বলে ৪৫ রান।
ধনাঞ্জয়াকে ফেরালেন মিরাজ
৩৮তম ওভারে মিরাজকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন ধনাঞ্জয়া ডি সিলভা। উইকেটের পেছনে মুশফিক প্রথম দফায় বল ধরতে পারেননি। তবে পরের দফায় স্টাম্প ভেঙেছেন, আরও নিশ্চিত হতে স্টাম্প উপড়ে ফেলেছেন। ধানাঞ্জয়া এতটাই দূরে ছিলেন যে, ক্রিজে ফেরার চেষ্টাটুকুও আর করেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৪ রান।
প্রথমবার টাইমড আউট দেখল আন্তর্জাতিক ক্রিকেট
সামারাবিক্রমা সাজঘরে ফেরার পর উইকেটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি যে হেলমেট নিয়ে উইকেটে আসেন সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ২ মিনিট পার হয়ে যায়। তাতে টাইমড আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউটড হয়েছেন ব্যাটাররা।
বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী—কোনো ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।
তবে এমসিসির নিয়ম অনুযায়ী—ওয়ানডেতে কোনো ব্যাটার আউট হওয়ার ৩ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।
যেহেতু এই ম্যাচটি বিশ্বকাপের অংশ, তাই এখানে বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনই কার্যকর হবে।
জুটি ভাঙলেন সাকিব
চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। ৪১ রান করা সামারাবিক্রমাকে ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন সাকিব।
রিভিউ নষ্ট করলেন সাকিব
২০তম ওভারে মিরাজের স্টাম্পের ওপরের বল সামারাবিক্রমার পায়ে আঘাত হানে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। যদিও আগ্রহ ছিল না মুশফিকের। তবে সাকিবকে রিভিউ নিতে উৎসাহ দেন মিরাজ। এরপর বল ট্র্যাকিং দেখিয়েছে, মিরাজের বলটি মিস করে যেত লেগ স্টাম্প। প্রথম রিভিউটি হারাল বাংলাদেশ।
১৮ ওভারে শতক পেরিয়ে শ্রীলঙ্কা
দ্রুত দুই সেট ব্যাটারকে হারালেও চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করছে লঙ্কানরা। চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমার ব্যাটে আবারও ঘুরে দাঁড়িয়েছে তারা। এই জুটির কল্যাণে ১৮তম ওভারে তিন অঙ্ক ছুঁয়েছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে প্রথমবার উইকেটের স্বাদ নিলেন তানজিম
আজকের ম্যাচের আগে স্কোয়াডের ১৪ জনই ম্যাচ পেয়েছেন। বাকি ছিলেন কেবল তানজিম সাকিব। অবশেষে মুস্তাফিজের চোটে সুযোগ এসেছে তারও। বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে সেটা মুশফিকের নাগালের বাইরে দিয়ে যায়। ফলে বিশ্বমঞ্চে উইকেটের স্বাদ নিতে অপেক্ষা বাড়ে তার। তবে সেটা খুব বেশি দীর্ঘ হতে দেননি। ১৩তম ওভারের চতুর্থ বলে ৪১ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেছেন ডানহাতি এই পেসার।
আক্রমণে এসেই শিকার ধরলেন সাকিব
১১তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক নিজেই হাতে বল তুলে নেন। সাকিবের ওভারের তৃতীয় বলটি স্লটেই ছিল সেখানে এক পা এগিয়ে লং অনের ওপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৯ রান।
দশ ওভারে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট
প্রথম ওভারেই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছিলেন। তবে আরেক প্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিম সাকিবরা। ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান তোলেছে শ্রীলঙ্কা।
প্রথম ওভারেই উইকেট পেলেন শরিফুল
বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার প্রথম ওভারেই সাকিবের আস্থার প্রতিদান দিয়েছেন। ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে পরে আরো বাইরে দিয়ে চলে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে শট খেলতে যান কুশল পেরেরা। ঠিকমতো টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। পেরেরা ফিরেছেন ৪ রান করে।
তানজিম সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ। দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা একাদশে ফিরেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
এইচজেএস/এফআই