ভারতের পা সেমিতে, বাংলাদেশের বাড়িতে
জমে উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই। বিশ্বকাপের এবারের জয়-পরাজয়ের খেলায় শুরু থেকেই ছিল অন্যরকম আবহ। আবার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আফগানিস্তানের চার জয় সমীকরণের খেলা জমিয়ে দিয়েছে বহুগুণে। প্রথম সেমিফাইনালিস্ট নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে ৭ম লিগ পর্যন্ত। আর নিজেদের ৭ম ম্যাচ শেষে ভারত পা রেখেছে সেমিতে আর বাংলাদেশের পা এখন বাড়ির পথে।
৭ম রাউন্ডের ম্যাচ পুরোপুরি শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে বিশ্বকাপের ৮ম রাউন্ড। ৭ম রাউন্ডে এখনও বাকি একটি ম্যাচ। ক্রিকেটের দুই বনেদি সদস্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে রাউন্ডের শেষ ম্যাচে। এই ম্যাচে অজিরা জিতলেই বাড়ি ফেরা নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য।
৭ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ভারত আছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে। তাদের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিতের পথেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ম রাউন্ডের ম্যাচে এই দুই দলের দেখা হবে। প্রোটিয়ারা সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনাল পুরোপুরি নিশ্চিত। হারলেও খুব একটা দুশ্চিন্তা থাকবে না তাদের। ১২ পয়েন্ট নিয়ে শেষ চারের দৌড়ে বেশ এগিয়ে তারা।
# | দল | ম্যাচ | জয় | হার | ড্র | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ |
ভারত
|
৭ | ৭ | ০ | ০ | ০ | ২.১০২ | ১৪ |
২ |
দক্ষিণ আফ্রিকা
|
৭ | ৬ | ১ | ০ | ০ | ২.২৯০ | ১২ |
৩ |
অস্ট্রেলিয়া
|
৬ | ৪ | ২ | ০ | ০ | ০.৯৭০ | ৮ |
৪ |
নিউজিল্যান্ড
|
৭ | ৪ | ৩ | ০ | ০ | ০.৪৮৪ | ৮ |
৫ |
আফগানিস্তান
|
৭ | ৪ | ৩ | ০ | ০ | -০.৩৩০ | ৮ |
৬ |
পাকিস্তান
|
৭ | ৩ | ৪ | ০ | ০ | -০.০২৪ | ৬ |
৭ |
শ্রীলঙ্কা
|
৭ | ২ | ৫ | ০ | ০ | -১.১৬২ | ৪ |
৮ |
নেদারল্যান্ডস
|
৭ | ২ | ৫ | ০ | ০ | -১.৩৯৮ | ৪ |
৯ |
বাংলাদেশ
|
৭ | ১ | ৬ | ০ | ০ | -১.৪৪৬ | ২ |
১০ |
ইংল্যান্ড
|
৬ | ১ | ৫ | ০ | ০ | -১.৬৫২ | ২ |
একই রাউন্ডে ভারত থেকে ঢাকার টিকিট নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই রাউন্ডে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। কিন্তু সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে অবিশ্বাস্য হার বাংলাদেশকে ফেলেছে সীমাহীন লজ্জায়। বড় পরাজয়ে বাড়ি ফেরা নিশ্চিত তো হয়েছেই, সেইসঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টাইগারদের দেখা যাবে কিনা তা নিয়ে আছে সংশয়।
এই রাউন্ডের শেষ ম্যাচে বাড়ি ফেরা নিশ্চিত হতে পারে ইংল্যান্ডেরও। ৬ ম্যাচে মাত্র ১টি জয় সঙ্গী বর্তমান চ্যাম্পিয়নদের। সেমিফাইনালের স্বপ্ন তাদের টিকে আছে কেবল কাগজে-কলমে। শনিবার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে বাড়ির পথই ধরতে হবে জশ বাটলারদের।
জেএ