সাকিবের সমালোচনা করা নিয়ে যা বললেন সুজন
চলতি বিশ্বকাপে মাঠে পারফরম্যান্সে হতশ্রী অবস্থা বাংলাদেশের। সবার আগেই তারা বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। যার জন্য অনেকেই দুষছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। বিপরীতে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন সাকিব তার সামর্থ্যের একশ ভাগের দশ ভাগও দিতে পারেননি। তার মতে, দলের প্রয়োজনে সাকিব ভালো পারফর্ম করার জন্য ট্রেনিং করতে দেশেও ছুটে গিয়েছিলেন।
পরবর্তী ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। সেখানে আজ (শুক্রবার) সুজন টিম টাইগার্সের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন। সুজন জানিয়েছেন, ‘সাকিব তো তার একশ ভাগের দশ ভাগও না (খেলতে পারেনি), এটা সাকিবও ভালো বুঝে। এজন্যই তো সে ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে হয়তোবা। ও জানে যে ও কতটা উদগ্রীব পারফর্ম করার জন্য। খালি ওর পারফরম্যান্স না, ও চায় দল জিতুক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দল পারফর্ম করতে পারছে না এবং জিততে পারছে না। ২০১৯ বিশ্বকাপে যেভাবে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অধিনায়ক হিসেবে, সেটা করতে না পারাও একটা কারণ হতে পারে।’
তবে হারের জন্য সব দোষ সাকিবকে দিতে নারাজ সুজন, ‘এটা শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই। দলে তো সাকিব একা খেলে না, আরও ১০ জন খেলোয়াড় আছে। অধিনায়কের দায়িত্বটা একটু ভিন্ন, কিন্তু খেলোয়াড় হিসেবে তো সবার দায়িত্ব এক। সাকিব যখন ব্যাটিং করে সাকিব তো তখন অধিনায়ক না, তখন সে একজন ব্যাটার। যখন বোলিং করে তখন সে একজন বোলার। দিনশেষে সব ব্যাটার-বোলারকে একই দায়িত্ব নিতে হবে।’
আরও পড়ুন
সবারই সমালোচনা হওয়া উচিৎ বলে মনে করেন টিম ডিরেক্টর সুজন, ‘অধিনায়ক হিসেবে আপনাকে সেই সমালোচনা নিতেই হবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় সব সমালোচনা সাকিবের না, আমাদের সবার (হওয়া উচিৎ)। বাংলাদেশেষ বিষয় যখন আসে তখন আমরা সবাই মিলে একটা দল। আমিও যেমন এর অংশ। সেটা আমারও ব্যর্থতা। আমি মনে করি ব্যর্থতাটা আমাদের সবার, আমরা ভালো করতে পারিনি।’
বিশ্বকাপে বাংলাদেশের নতুন করে কিছু পাওয়া কিংবা হারানোর নেই। তবে বাকি দুটো ম্যাচ জিততে পারলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে সাকিবের দল। সে কারণে তারা অন্তত সেসব ম্যাচে ভালো করতে চায়। এখন পর্যন্ত বিশ্বকাপের সাত ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। তারা পরবর্তী দুই ম্যাচে ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
এসএইচ/এএইচএস