‘বিশ্বকাপ জেতাতে ভারতকে আলাদা বল দিচ্ছে আইসিসি’
এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই রানের বন্যা দিচ্ছে দলগুলো। সে হিসেবে বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে ভারতীয় বোলাররা এক্ষেত্রে ব্যতিক্রম। প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিরা। তারই সূত্র ধরেই ভারত ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা। তার দাবি, ভারতকে বিশ্বকাপ জেতাতে আলাদা বল দিচ্ছে আইসিসি!
রাজনীতির মাঠের মতোই ক্রিকেটেও পরস্পর বিরোধী মন্তব্য করতে দেখা যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানকে। চলতি বিশ্বকাপে উড়তে থাকা স্বাগতিক ভারতকে নিয়ে আগেও নানা অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার সেই পালে নতুন হাওয়া দিলেন হাসান রাজা। আলাদা বল দেওয়ার কারণে ভারতীয় বোলাররা বাড়তি সুইং পাচ্ছেন বলে দাবি তার।
আরও পড়ুন
বিশ্বকাপজুড়েই দারুণ ছন্দে রয়েছেন ভারতের পেস বোলাররা। সর্বশেষ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তারা ৯টি উইকেটই নিয়েছেন। মোহাম্মদ শামি একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি এবং জাসপ্রিত বুমরাহ এক উইকেট পেয়েছেন। অবশ্য এর আগের ম্যাচগুলোতেও পেসারদের দাপট দেখা গেছে। ভারতীয় পেসারদের এই সাফল্য ভাল চোখে দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।
— Farid Khan (@_FaridKhan) November 2, 2023
দেশটির টিভি চ্যানেল ‘এবিএন নিউজের’ এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারতীয় বোলারদের যে বল দেওয়া হচ্ছে সেটা পরীক্ষা করা উচিৎ। ওরা অনেক বেশি সুইং এবং সিম পাচ্ছে। শামি এবং সিরাজ বল করছে অ্যালান ডোনাল্ড এবং মাখায়া এনটিনির মতো। মুম্বাইয়ে শামির বলের সুইং দেখে অ্যাঞ্জেলো ম্যাথিউসও অবাক হয়েছে। হয়তো আইসিসি ভারতকে সাহায্য করছে, না হলে বিসিসিআই নিজেদের বোলারদের পাশে রয়েছে। তৃতীয় আম্পায়ারেরও ভূমিকা থাকতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘ভারত যখন ব্যাট করে তখন বল স্বাভাবিক আচরণ করে। কিন্তু তারা বল করতে শুরু করলেই তা বদলে যায়। ডিআরএসের সব সিদ্ধান্তও ভারতের পক্ষে যাচ্ছে। জানি না এর নেপথ্যেও আইসিসি বা বিসিসিআইয়ের ভূমিকা রয়েছে কি না।’
আরও পড়ুন
আইসিসি বা বিসিসিআইয়ে পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু হাসানের মন্তব্যের বিরোধীতা করেছেন পাকিস্তানের সাবেকরাই। তাদের দাবি, নিজের দল ভাল খেলতে পারছে না। এখন বিপক্ষ দলের খুঁত ধরতে বেরিয়ে পড়েছেন হাসান।
এর আগে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগও প্রায় একই সুরে কথা বলেছিলেন। তার দাবি, ‘আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে। বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়রা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি করা হবে। আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সব থেকে বেশি।’
এএইচএস