শোচনীয় হারের পর শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের শোকজ
মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতের বিপক্ষে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে ৫০ রানের পর বিশ্বকাপের ম্যাচেও রোহিত শর্মাদের বিপক্ষে তারা ৫৫ রানেই অলআউট হয়েছে। ফলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩০২ রানে পরাজিত লঙ্কাবাহিনী। দলের এমন করুণ দশার জবাব চেয়ে কোচিং স্টাফ ও নির্বাচকদের উদ্দেশে শোকজ নোটিশ পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
আজ (শুক্রবার) এসএলসির এক প্রেস রিলিজে এই তথ্য জানা গেছে। যেখানে কুশল মেন্ডিসের দলের লজ্জাজনক পারফরম্যান্সে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বিশেষ করে তারা গতকাল (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে ঘটা শোচনীয় হারের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কাছে তারা যথাযথ ব্যাখ্যা চেয়েছে।
আরও পড়ুন
এসএলসি’র পাঠানো প্রেস রিলিজ থেকে জানা যায়, দল গঠনে কখনো হস্তক্ষেপ করে না এসএলসি ম্যানেজমেন্ট। তারা স্বাধীনভাবে কোচিং স্টাফ ও নির্বাচকদের কাজ করার সুযোগ দিয়ে আসছে। তারপরও বিশ্বকাপের মতো একটি মর্যাদাপূর্ণ আসরে শ্রীলঙ্কা দলের এমন ভরাডুবির কারণ এবং তা থেকে উত্তোরণের ব্যাখ্যা দিতে হবে। পরবর্তীতে প্রেস রিলিজটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান আবেসিংহে।
— Roshan Abeysinghe (@RoshanCricket) November 3, 2023
এসএলসি আরও বলছে, ক্রিকেট শ্রীলঙ্কা জাতির অনেক গর্বের একটি বিষয়। বিশ্বব্যাপী আমাদের বিশাল ফ্যানবেজ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেট দলের পারফরম্যান্স যারপরনাই সবাইকে হতাশ করেছে। সে কারণে এসএলসি ম্যানেজমেন্ট প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কা দলের প্রস্তুতি, কৌশল ও পারফরম্যান্স নিয়ে। শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বাস করে জবাবদিহিতা, স্বচ্ছতা ও যথাযথ কারণ উদঘাটন গুরুত্বপূর্ণ বিষয়। যার মাধ্যমে পারফরম্যান্সের উন্নতি সম্ভব।
ম্যাচে যেকোনো দল হারতেই পারে, কিন্তু এসএলসির আপত্তি হারের ধরন নিয়ে। তবুও বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কা যেন ভালো করতে পারে তেমনটাই প্রত্যাশা বোর্ডের, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বাস করে ‘হার-জিত’ খেলারই অংশ। কিন্তু বিশ্বকাপে এমন পারফরম্যান্স সত্যিই হতাশাজনক ও হৃদয়বিদারক। এসএলসি এই ঘটনার গঠনগত পর্যালোচনা ও সামাধান প্রত্যাশা করছে। কোচিং স্টাফ ও নির্বাচকরা এই ঘটনার যথাযথ কারণ জানাবেন এবং দলের পারফরম্যান্সের উন্নতিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন। যাতে করে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কা দল ভালো করতে পারে।’
আরও পড়ুন
ভারতের বিপক্ষে হার কার্যত সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছে শ্রীলঙ্কার। সাত ম্যাচের মধ্যে তারা মাত্র দুটিতে জিতেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে আগে ব্যাট করা ভারত নির্ধারিত ওভারে ৩৫৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৯২ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে। এছাড়া বিরাট কোহলি ৮৮ এবং শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। জবাবে ভারতীয় পেসারদের তোপে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় কুশল মেন্ডিসের দল। রেকর্ডরাঙা ম্যাচে ১৮ রান খরচায় সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি।
এএইচএস