সারা নয়, গিলের নামে স্লোগান দিতে বললেন কোহলি
সাম্প্রতিক সময়ে ভারতের একাদশে শুভমান গিল থাকা মানেই গ্যালারিতে হাজির শচীনকন্যা সারা টেন্ডুলকার। দুজনের উষ্ণ সম্পর্কের বিষয়টি এখন অনেকটা ওপেন সিক্রেট। গিল ব্যাটিংয়ে থাকাকালে ক্যামেরা ঘুরেফিরে সারাকে খুঁজে বের করবে-ই। সর্বশেষ গতকালও (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচে তেমন দৃশ্যেরই দেখা মেলে।
এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় দর্শকরা গিলের উদ্দেশে ‘সারা টেন্ডুলকার’ বলে স্লোগান দিতে থাকেন। ওই সময় লজ্জায় কিংবা বিব্রত হয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে যান গিল। পরে তাকে সাহস দিতে এগিয়ে যান বিরাট কোহলি। তখন তিনি দর্শকদেরকে গিলের নামে স্লোগান দিতে উৎসাহ দেন। সঙ্গে সঙ্গে গ্যালারিতে থেকে ‘শুভমান গিল’ স্লোগান বাজতে থাকে।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 2, 2023
পরে সামাজিক মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তখন স্লিপ এলাকায় ফিল্ডিং করছিলেন গিল ও বিরাট কোহলি। ওই সময় ভারতীয় পেসারদের গতির ঝড়ে পুড়ছিলেন লঙ্কান ব্যাটাররা। ঠিক সেই সময়েই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা গিলের সঙ্গে মজা করা শুরু করেন। যা কোহলির কল্যাণে আর বেশিদূর গড়ায়নি।
আরও পড়ুন
অনেকদিন ধরেই গিল ও সারার মধ্যে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ আলোচনা চলে আসছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও উভয়ের কেউই তা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। মাঠে দুজনের সরব উপস্থিতি তো সবারই জানা। এরই মাঝে গত মঙ্গলবার রাতে পাপ্পারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ‘ধরা’ পড়ে যান গিল ও সারা। টাইমস অব ইন্ডিয়া, জাগরণসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মুম্বাইয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ভারতের সবচেয়ে বড় শপিং মল ‘জিও ওয়ার্ল্ড প্লাজা’ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সেখানেই দুজনকে পরপর বের হতে দেখা যায়।
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ৪ রানেই হারিয়ে বসে প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে গিল-কোহলি শ্রীলঙ্কার ওপর চড়াও হয়ে খেলেছেন। গিল না কোহলি, সবার আগে কে সেঞ্চুরি করবেন—এই প্রতিযোগিতা তখন চলছিল। ভারতের তিন ব্যাটারই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আক্ষেপে পুড়েছেন। সর্বোচ্চ ৯২ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে। এছাড়া বিরাট কোহলি ৮৮ এবং শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন।
নির্ধারিত ওভার শেষে রোহিত শর্মার দল ৩৫৮ রানের বড় লক্ষ্য দেয় লঙ্কানদের। জবাবে ভারতীয় পেসারদের তোপে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় কুশল মেন্ডিসের দল। রেকর্ডরাঙা ম্যাচে ১৮ রান খরচায় সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়া মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট।
এএইচএস