পাকিস্তানের সেমির রাস্তা সহজ করলো ভারত
ভারত আর পাকিস্তান দুজনের অবস্থান বরাবরই বিপরীতমুখী। রাজনীতির মাঠে শুরু থেকেই একে অন্যের প্রতিপক্ষ ছিল দুই দেশ। ক্রিকেটের মাঠেও দুই দেশ একে অন্যের প্রবল প্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপে বা এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। তবে এবার সেই পাকিস্তানের জন্যই পরম উপকারের কাজ করলো ভারত। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বাবর আজমদের কিছুটা নির্ভার করে দিলেন রোহিত শর্মারা।
বিশ্বকাপে পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। বাকি ২ ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করতে পারলে সেমিফাইনালে দেখাও যেতে পারে ৯২ এর চ্যাম্পিয়নদের। তবে সেজন্য অবশ্য শ্রীলঙ্কার দিকেও নজর রাখতে হতো তাদের।
বিশ্বকাপে নিজেদের ৭ম, ৮ম এবং ৯ম ম্যাচ জিততে পারলে শ্রীলঙ্কা হয়ে উঠতো পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ। আফগানিস্তানের পরের তিন ম্যাচে প্রতিপক্ষে তুলনামূলক কঠিন হওয়ায় তাদের নিয়ে ভাবনা খানিকটা কম। তবে টুর্নামেন্টের মাঝপথে বদলে যাওয়া লঙ্কানরা ছিল বড় হুমকি। ৩০২ রানের তাদের হারিয়ে পাকিস্তানকে সেই চিন্তা থেকে মুক্তি দিয়েছে ভারত।
আরও পড়ুন
পাকিস্তানের সামনে পথ এখন অনেক সহজ। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে অবশ্যই হারাতে হবে। আগে ব্যাট করলে ৮৩ রান আর পরে ব্যাট করলে ৯০ বল হাতে রেখে জিততে হবে তাদের। তাহলেই পাকিস্তান চলে যাবে নিউজিল্যান্ডের উপরে। আর ইংলিশদের সঙ্গে শেষ ম্যাচের জয় পৌঁছে দেবে সেমিফাইনালে। আর যদি শর্ত মেনে কিউইদের হারাতে না পারে তবে শেষ ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষেই টম ল্যাথামদের হারতে হবে।
আর এই হারে কার্যত বিশ্বকাপ শেষ হয়ে গেল লঙ্কানদের। শেষ দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮। অস্ট্রেলিয়া, পাকিস্তান বা নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই সেই পয়েন্ট টপকে যাবে। এমনকি আফগানিস্তানও টপকে যেতে পারে লঙ্কানদের। বড় হারে তাই বাড়ি ফেরাও নিশ্চিত শ্রীলঙ্কার।
জেএ