চোটে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার
ইনজুরি থেকে পুরো ফিট না হলেও বিশ্বকাপ যাত্রায় অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর বিশ্বকাপের শুরুর কয়েক ম্যাচে তিনি সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েল, করেছেন বিশ্বকাপের দ্রুততম (৪০ বল) সেঞ্চুরির রেকর্ড। নতুন করে আবারও ইনজুরিতে পেয়েছেন এই তারকা ক্রিকেটার। সে কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন।
ম্যাক্সওয়েলের ইনজুরিটা ক্রিকেট মাঠে নয়, গলফ খেলতে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ নভেম্বরের ম্যাচ খেলতে পারবেন না তিনি। এর তিনদিন (৭ নভেম্বর) পরই আফগানিস্তানের সঙ্গে প্যাট কামিন্সদের ম্যাচ। ওইদিনই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ম্যাক্সওয়েলের।
আরও পড়ুন
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেদিনও এই তারকা অলরাউন্ডার কার্যকরী একটি ইনিংস খেলেছিলেন। ২৪ বলে ৪১ রানের পর বল হাতে নিয়েছিলেন কিউই সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র’র গুরুত্বপূর্ণ উইকেট। পরে অজিরা ম্যাচটি জিতে নেয় ৫ রানে। এরপর কয়েকদিন বিরতি পেয়েছিল অজিরা। ওই বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল। হঠাৎ সেখান থেকে তিনি পড়ে যান।
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 1, 2023
জানা গেছে, মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৬-৮ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। এর আগের বছর গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন অজি উইকেটকিপার জস ইংলিস এবং ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। দুইজনই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি।
গত ১২ মাসের মধ্যে এ নিয়ে ম্যাক্সওয়েল দুই দফায় ইনজুরিতে পড়েছেন। গত নভেম্বরে ব্যক্তিগত একটি পার্টিতে অংশ নিতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন, যা থেকে বিশ্বকাপের আগমুহূর্তে সেরে উঠেছেন এই অলরাউন্ডার।
— National Club Golfer (@NCG_com) November 1, 2023
নতুন করে পাওয়া ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে-বলে দুর্দান্ত করছে সে।’
এএইচএস