শ্রীলঙ্কা ম্যাচে আলোক প্রদর্শনী থেকে বঞ্চিত হচ্ছেন সাকিবরা!
বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ পর্যায়ে, বাকি কেবল দুই ম্যাচ। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৬ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
তবে এই ম্যাচে কোনো আলোক প্রদর্শনী চিত্র দেখা যাবে না। শুধু যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে তা নয়, আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও থাকছে না আলোক প্রদর্শনী।
আরও পড়ুন
মুম্বাইয়ের হাইকোর্ট শহরের বায়ুদূষণ কমাতেই এই ব্যবস্থা ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। আলোক প্রদর্শনীতে ‘বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে’ বলে মনে করছে বিসিসিআই।
— ANI (@ANI) November 1, 2023
আলোক প্রদর্শনী নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইসিসিতে ব্যাপারটি আমি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম। মুম্বাই ও দিল্লিতে কোনো আলোক প্রদর্শনী হবে না। এতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে। পরিবেশগত ব্যাপার নিয়ে লড়াইয়ে বোর্ড সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’
জয় শাহ যোগ করেন, ‘মুম্বাই ও দিল্লির বায়ুদূষণ নিয়ে জরুরি ব্যবস্থা বিসিসিআইও নিতে চায়। আমরা আইসিসি বিশ্বকাপ আয়োজন করছি, সেটি তো ক্রিকেটেরই উৎসব। কিন্তু এর পাশাপাশি আমরা সবার স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’
আরও পড়ুন
দিল্লিতে গত মাসে বায়ুদূষণ ২০২০ সালের পর সবচেয়ে বেশি ছিল। বিসিসিআইয়ের এক সিনিয়র অফিশিয়াল বলেছেন, ‘এটা জনস্বার্থে। এতে সবার মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়বে। সামাজিক পরিবর্তনে এভাবে উদাহরণ তৈরি করতে হয়।'
এসএইচ/এফআই