বাংলা জানা ধোনি শোনালেন ক্রিকেটারদের বোকা বানানোর গল্প
মহেন্দ্র সিং ধোনির দারুণ ক্রিকেটীয় মেধার কথা কে না জানে। মাঠে সবসময় ঠাণ্ডা মেজাজে থাকা ধোনি ভারতের ক্রিকেটকেই নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। ভারতকে দুই ফরম্যাটে বিশ্বকাপ জিতিয়েছেন। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অধিনায়ক জীবনের পূর্ণতাও দিয়েছেন।
তবে তার এই যাত্রাটা বেশ রোমাঞ্চের ছিল। ক্রিকেটার হওয়ার আগে রেলওয়ের টিকিট চেকার ছিলেন। আর সেখানকার অভিজ্ঞতাই পরে কাজে দিয়েছিল ক্রিকেটের মাঠে। আরও স্পষ্ট করে বললে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। বিষয়টা খোলাসা করেছেন ধোনি নিজেই।
ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন ভারতের সাবেক। সেখান থেকেই শুনে শুনে বাংলা ভাষা আয়ত্ত্বে চলে আসে তার। বলতে না পারলেও ঠিকই বুঝে ফেলেন ধোনি। সেই শিক্ষা কাজে লাগিয়েই বাংলাদেশকে বোকা বানিয়েছিলেন ক্যাপ্টেন কুল মাহি।
বিশ্বকাপের সময় সম্প্রতি ধোনি কলকাতায় গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে। তবে সেখানে প্রচারণার ফাঁকেও ক্রিকেট, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা বলেছেন সাবেক ভারত অধিনায়ক। এসব কথার মধ্যে তাঁর বাংলা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম সেই ভিডিও এখন ভাইরাল।
— BALA (@rightarmleftist) October 30, 2023
সাবেক এই অধিনায়ক সেখানে বলেন, ‘খড়গপুরে রেলওয়ের চাকরি করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে।’
এরপর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে খেলার কথা স্মরণ করে বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা ছিল এমন, আরে, এ তো বাংলা বুঝতে পারে!’
ঘটনাটা শুনে হলরুমে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। জিতেছেন ২৫ ম্যাচ।
জেএ