সমর্থকদের নিয়ে যা বলছেন মিরাজ
চলমান ভারত বিশ্বকাপটা হয়তো ভুলেই যেতেই চাইবেন ক্রিকেটাররা। শুধু খেলোয়াড় কেন দেশের কোটি কোটি ভক্ত-সমর্থকরাও চাইবেন এবারের বিশ্বকাপটা ভুলে যেতে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয়ের পাল্লা কেবল একটিতেই। সঙ্গে পরাজয় টানা ছয় ম্যাচের। এমন হারের পরও অবশ্য গতকাল ইডেন গার্ডেনসে উপস্থিত হয়েছিলেন টাইগারদের বিপুল পরিমাণ ভক্ত।
দেশ থেকে উড়াল দিয়ে ভারতে যাওয়া সেই ভক্ত সমর্থকদের উদ্দেশে এবার মুখ খুললেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান ম্যাচের পর দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ বলেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। চেষ্টা করছি ভালো খেলার। বাংলাদেশের দর্শকরা সবসময় সাপোর্ট করেন। নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে অনেক দর্শক হয়েছে। তারা কখনও আশা ছেড়ে দেয় না। বিশ্বাস করে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি।’
ওপেনিং জুটি আর দ্রুত উইকেট তুলতে না পারায় ম্যাচ হাত ছাড়া মনে করেন মিরাজ। বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচই ব্যর্থ ওপেনিং জুটি, কেবল ভারত ম্যাচ ছাড়া। কলকাতার মাঠে কেবল ২০৪ রান। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রতিপক্ষের দ্রুত উইকেট তুলতে না পারা। সবমিলিয়ে বড় পরাজয়ই অপেক্ষা করছিল টাইগারদের জন্য।
মিরাজ বলেন, ‘প্রথম দিকে আমাদের এই বিশ্বাস ছিল। এরপর একটা পার্টনারশিপ হয়ে গেছে। লো স্কোরিং ম্যাচে কামব্যাক করা অনেক কঠিন, এটা মেনে নিতেই হবে। ওপেনিংয়ে বড় জুটি হওয়ায় আমাদের কাজ কঠিন হয়ে গেছে। দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে ভিন্ন কিছু হতে পারত।’
এসএইচ/জেএ