যেখানেই শট খেলছি, ক্যাচ চলে যাচ্ছে: মিরাজ

কিছুতেই যেন কাজ হচ্ছেনা। মাত্র ছয়মাস আগেও দারুণ ছন্দে থাকা দলটা যেন ক্রিকেট খেলতেই ভুলে গেল। বাংলাদেশে ক্রিকেটে বিগত কয়েক বছরে এমন বাজে অবস্থা আর আসেনি। দলের টপঅর্ডার থেকে লোয়ার অর্ডার, স্পিন থেকে পেস, সবখানেই যেন একইসঙ্গে ছন্দপতন। এসবের উত্তর কী, তা খেলোয়াড়রাও হয়ত জানেন না।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এলেন মেহেদী হাসান মিরাজ। বরাবরের মতো এই ম্যাচেও বড় হার বাংলাদেশ দলের, সেটাও ৭ উইকেটের। এমন হারের পর মিরাজ জানালেন ভাগ্যের কথা। অনেকটা আক্ষেপ করেই যেন জানালেন, যেখানে শট খেলছেন সেখানেই ক্যাচ চলে যাচ্ছে।
বিজ্ঞাপন
মিরাজ বলেন, ‘আমাদের কিন্তু ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না।’
‘আমরা ব্যাটসম্যানরা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে ওয়ানডে আমরা খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে। ’-যোগ করেন মিরাজ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
হার নিয়ে মিরাজ বলেন, ‘হারলে তো সবারই খারাপ লাগে। কিন্তু দিনশেষে ক্রিকেট খেলায় হার জিত থাকবে এটা মেনে নিতে হবে। তারপরও বিশ্বকাপে আমাদের দুটি ম্যাচ আছে, ওগুলোতে ওভাবেই প্রস্তুতি নেবো। ’
আইসিসি ইভেন্টে এমন খারাপ অবস্থা কী দলের ভেতর কখনো দেখেছেন? উত্তরে মিরাজ বলেন, ‘এরকম কখনই হয়নি। আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। সবাই চেষ্টা করছে কিন্তু। প্র্যাকটিস করছি, পরিকল্পনা করছি। কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব। ’
এসএইচ/জেএ