বাংলাদেশ দলে কিছু একটা ঠিক নেই : ভন
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা ৫ ম্যাচে হেরে এখন খাদের কিনারায় টাইগাররা। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কাগজে-কলমে এখনও টিকে রইলেও কার্যত শেষই বলা যায়! বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু গতবারের সেমিফাইনালিস্টরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কি না, সেটি নিয়েও আছে শঙ্কা।
সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর সমালোচনাটা বেশি হচ্ছে। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় সবাইকেই দায়ী করছেন ভক্ত-সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসছেই।
এর মধ্যে আজ ক্রিকবাজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ–পূর্ব আলোচনায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন বলেন, বাংলাদেশ দলে কিছু একটা ঠিক নেই। খেলোয়াড়েরা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের বলেও মনে করছেন তিনি।
ভন বলেন, ‘দলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক ছোট লক্ষ্যে কাছাকাছি যেতে পারেনি, উইকেট একটু কঠিন ছিল। তবে নাটকীয় কিছু তো ছিল না। খেলোয়াড়েরা কি দলের জন্য খেলছে না, নাকি যে কৌশলে তারা খেলছে, সেটা কাজে লাগছে না। তারা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের।’
তবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ কিছুটা ভালো খেলছে বলে মজাও করলেন ভন। পয়েন্ট তালিকায় বাংলাদেশের পরেই আছে ইংল্যান্ড। ভন বলছিলেন, বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে একটু ভালো করছে (হাসি)। বাংলাদেশ আমাকে হতাশ করেছে।
ক্রিকবাজের অনুষ্ঠানটির আরেক অতিথি ভারতীয় উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক বাংলাদেশ নিয়ে বলছিলেন, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে সুনাম কুড়িয়েছিল, যার বেশির ভাগ অবশ্য এসেছে ঘরের মাঠের ধূলিমাখা উইকেটে সিরিজ জিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারা, ১৪২ রানে অলআউট হওয়া আসলে গ্রহণযোগ্য নয়।’
টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলে নবম অবস্থানে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে থাকতে হবে সেরা আটে। যেটা এখনকার পরিস্থিতি অনুযায়ী কিছুটা কঠিনই বাংলাদেশের জন্য। টুর্নামেন্টে বাকি থাকা তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দুটিতে জিততে হতে হবে। জয় পাওয়া কঠিন হওয়ারই কথা। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও বলছেন, এই লড়াই বাংলাদেশের জন্য বেশ কঠিন।
এফআই