সাকিবের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফি
সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা ব্যর্থতার পর সে স্বপ্ন এখন বিলীন হয়ে গেছে। সেরা চারে থাকা তো দূরের কথা, সেরা আটে থাকাই কঠিন হয়ে গেছে। তাইতো সাকিবের ভাবনাজুড়ে এখন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, যেভাবেই হোক ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, 'আমার বলার কিছু নেই। গোটা দলই কথা বলছে আমাদের কী করা প্রয়োজন। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এজন্য আমাদের জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সাকিব আরো বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য। তবে কত উপরের দিকে শেষ করা যায় সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে করতে পারিনি। তবে এখান থেকেও যদি, যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো ফলাফল আসে, তাহলে হয়তো স্বস্তি নিয়ে ফিরতে পারব।'
পাকিস্তান ম্যাচ নিয়ে সাকিবের ভাষ্য, ‘লক্ষ্য হচ্ছে আগামীকালের ম্যাচ খেলা ও জেতার চেষ্টা করা। আমাদের সেরাটা দেওয়া। দুই পয়েন্টের দিকে তাকানো যেটা নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দেওয়ার।'
এসএইচ/এইচজেএস