‘মাহমুদউল্লাহকে ওপরে খেলাও, সমর্থকদের জন্য খারাপ লাগে’
ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। গতকালের (শনিবার) আগে তারা বিশ্বকাপের টানা চার ম্যাচে ন্যূনতম লড়াই ছাড়াই হেরেছিল। এরপর নেদারল্যান্ডসের সঙ্গেও যেন খারাপ পারফরম্যান্সে সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নামে সাকিব আল হাসানের দল! ডাচদের কাছে তাদের ৮৭ রানে হারের পর মাহমুদউল্লাহ রিয়াদকে দেরিতে নামানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।
দেশটির টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’র অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নের আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। তাদের জন্য অন্তত কিছু ক্লোজ ম্যাচ উপহার দিতে পারতে।’ এ সময় তিনি বাংলাদেশের পারফরম্যান্সকে গড়পড়তার চেয়েও নিচু মানের বলে মন্তব্য করেন। তার মতে, রিয়াদকে আরও ওপরে খেলানো উচিৎ।
টিম ম্যানেজমেন্ট কেন রিয়াদকে নিচে খেলাচ্ছে সেই প্রশ্ন ওয়াসিম আকরামের, ‘প্লিজ মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন দলের সেরা ব্যাটারকে চার বা পাঁচে খেলান। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে জানি না। মাহমুদউল্লাহকে কেন ৭ নম্বরে নামানো হচ্ছে, কেউ এর কারণটা ব্যাখ্যা করবে আশা করি। তিন উইকেট পড়ে গেলে মাহমুদউল্লাহকে নামানো উচিত, সে একপ্রান্ত আগলে রাখবে।’
— ASports (@asportstvpk) October 28, 2023
একই প্রশ্ন আরেক পাকিস্তানি অধিনায়ক মঈন খানের। ওই আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহকে কেন সাত নম্বরে খেলানো হলো? সে ফর্মে আছে, তাকে ব্যবহার করা দরকার ছিল।’
আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় নম্বরে নেমেছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচটি বাংলাদেশ না জিতলেও, হারের ব্যবধান কমাতে বড় ভূমিকা রেখেছে এই অভিজ্ঞ ব্যাটারের সেঞ্চুরি। তবুও ডাচদের বিপক্ষে তাকে ফের সাত নম্বরেই নামানো হলো। যা নিয়ে প্রশ্ন উঠেছিল সাকিব আল হাসানের সামনেও। জবাবে সাকিবের মন্তব্যটা ছিল শর্ত জুড়ে দেওয়া!
আরও পড়ুন
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিয়াদ ভাইকে আরও আগে নামালে হয়তো ভালো হতো। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে শুরুর দিকে রান না পাওয়া। আমরা যদি শুরুটা ভালো করতে পারতাম, তাহলে রিয়াদ ভাই তার পজিশনেও দারুণ ভূমিকা রাখতে পারতেন। বিশেষ করে উনার যে ফর্ম আছে। এছাড়া মুশফিক ভাইয়ের কাজটাও সহজ হতে পারতো। যার যার রোলটা চিন্তা করে বিশ্বকাপের জন্য আমরা পরিকল্পনা করেছিলাম। সেটি যেহেতু কাজে লাগছে না রিয়াদ ভাইকে আগে নামালেও হতো।’
এএইচএস