‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’, স্বীকারোক্তি সাকিবের
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি খারাপ দিনই বলা চলে। বিশ্বকাপে জায়গা করে নিতে খেলা ওয়ানডে সুপার লিগের তিন নম্বরে ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ একের পর এক হার দেখছে অনায়াসে। সর্বশেষ গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের কাছে লজ্জাজনক পরাজয়। বিশ্বকাপ আসরে আশার ফানুস উড়িয়ে আসা বাংলাদেশ টানা পাঁচ পরাজয়ে যেন নিমিষেই চুপসে গেল! যাকে ‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’ বলতেও দ্বিধা করলেন না অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের মতে, তারা যা পারেন এর কিছুই এখন পর্যন্ত করতে পারেননি। এমন পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ না করে তিনি বলেন, ‘কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমরা যে ১৫ জন আসছিলাম, এর (দলের বর্তমান অবস্থা) থেকেও ভালো আমাদের দল। আমরা যা পারি তার কিছুই করতে পারিনি।’
আরও পড়ুন
বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স কিনা— এই প্রশ্নের জবাবে সাকিবের দ্বিধাহীন স্বীকারোক্তি, ‘এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’
এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বের হওয়াটা কঠিন বলে জানিয়ে রাখলেন সাকিব, ‘সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের হাতে। তবে খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং ভালোভাবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারি। খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।’
এসএইচ/এএইচএস