দর্শকদের ‘ভুয়া-ভুয়া’ দুয়ো, সাকিব বললেন ‘ডিজার্ভ করি’
বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার পর মিরপুরে ‘ভুয়া ভুয়া’ বলে সাকিব আল হাসানকে দুয়ো দিয়েছিলেন কয়েকজন সমর্থক। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে আউট হয়ে ফেরার পথে ইডেন গার্ডেন্সে দর্শকরা আবারো সাকিবকে ভুয়া ভুয়া বলে দুয়ো দেন। এমন ঘটনার সাক্ষী আগে কখনো হননি টাইগার অধিনায়ক।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের ব্যবধানে ম্যাচ হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একেবারে শেষ। পাশাপাশি দর্শকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাকিব নিজেও হতাশ। যার ফলাফল দর্শকরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন মাঠেও।
দর্শকদের এমন প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘হতাশাজনক (দর্শকদের প্রতিক্রিয়া)। তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটি না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি এটা আমরা ডিজার্ভ করি।
১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত কোনোটিতেই সেমিফাইনালে খেলতে পারেনি টাইগাররা। এবার সেমিতে খেলার স্বপ্ন থাকলেও সব সম্ভাবনা শেষ। কোন জাদুতে আসলে বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে বাংলাদেশ?
সাকিব বলেন, এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়ত প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে করলে হয়ত বদলটা আসবে। কিন্তু এখন আসলে এগুলো বলার সময় না।
এই অলরাউন্ডার বলেন, যেটা আপনি বললেন ২৪ বছরে সেমিফাইনালে খেলতে পারিনি। অন্তত আমাদের দেশের মানুষরা যেভাবে ক্রিকেটটা পছন্দ করে, সবাই ক্রিকেটের প্রতি যেভাবে ফোকাস করে থাকে। আমাদের আরও ভালো করা উচিত ছিল।
এসএইচ/কেএ