কলকাতায়ও দুয়ো শুনলেন সাকিব
বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। ৫ ম্যাচ ব্যাট করে সবমিলিয়ে তার অর্ধশতক পূর্ণ হয়েছে আগেই। যার সঙ্গে আজ (শনিবার) নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে তিনি যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ফলে আবারও ব্যাট হাতে ব্যর্থ সাকিবকে ম্যাচশেষে সমালোচনা শুনতেই হতো! কিন্তু মাঠ ছাড়ার আরেকবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন টাইগার অধিনায়ক। মিরপুরের পর কলকাতায়ও তিনি দুয়ো শুনেছেন।
বাংলাদেশের ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারানোয় চাপের মুহূর্তে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। ফলে তার ওপর দলের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরেকবার ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। তাই তো ডাচ পেসার পল ফন মিকেরেনের বলে আউট হয়ে ফেরার সময় শুনলেন ‘ভুয়া’, ‘ভুয়া’।
একইসঙ্গে গ্যালারিতে থাকা লাল-সবুজ সমর্থকদের কটু মন্তব্যেরও শিকার হন সাকিব। আজ আউট হয়ে মাঠ ছাড়ার পর ক্লাব হাউজ প্রান্তে থাকা বাংলাদেশের ড্রেসিংরুমে মাথা নিচু করে যখন সাকিব ফিরছিলেন, তখন সেই গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের সমর্থকদেরকে তার উদ্দেশে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলতে শোনা যায়।
আরও পড়ুন
এর আগে গেল বুধবার ঢাকা ফিরে মিরপুর থেকে অনুশীলন শেষে বের হওয়ার সময়ও দুয়ো শুনেন সাকিব। মূলত সাকিবের হঠাৎ করে ঢাকায় ফেরার ঘটনায় সমালোচনায় মুখর ছিল পুরো ক্রীড়াঙ্গন। যা নিয়ে সাবেক বিদেশি ক্রিকেটাররাও সাকিবকে সমালোচনা করতে ছাড়েননি।
গত বুধবার মুম্বাই থেকে দল যখন কলকাতার বিমানে চড়ে বসে, সাকিব ততক্ষণে উড়াল দেন ঢাকার আকাশে। অধিনায়কের আচমকা দেশে ফিরে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও পরে জানা যায়, শৈশবের গুরু ও কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে নিজের ব্যাটিংয়ের ভুলগুলো যতটা পারা যায় শুধরে নিতেই ঢাকায় ফিরেছেন। মিরপুরের ইনডোরে পরপর দুদিন ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এরপর তার মিরপুরের শিক্ষা যে কাজে লাগেনি, সেটাই আজকের ম্যাচে প্রমাণ মিলল! হোম অব ক্রিকেট ছাড়ার আগে সাকিবকে উদ্দেশ্য করে দুয়ো দেন সমর্থকদের একাংশ। যখন বলা হচ্ছিল সাকিবকে এমন দিনও কেন দেখতে হলো, তখন বাজে ফর্মের কারণে কলকাতার ইডেন গার্ডেনেও হাজির একই পরিস্থিতি!
এসএইচ/এএইচএস