দেশে আসা নিয়ে সাকিবের সমালোচনায় শেন বন্ড
বিশ্বকাপে মোটেই ছন্দে নেই বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থাকা দলটাই বড় আসরে গিয়ে যেন নিজেদের হারিয়ে ফেলেছে। এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। আর মাঠের বাইরের সব বিতর্ক তো আগে থেকেই সঙ্গী। এরইমাঝে যুক্ত হয়েছে সাকিবের দেশে ফেরার ইস্যু। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর পুরো দল যখন কলকাতায় যাত্রা করেছে, তখনই দেশের বিমান ধরেছিলেন সাকিব।
সাকিবের মূল উদ্দেশ্য ছিল নিজের ব্যাটিং ঝালাই করে নেওয়া। নিজের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে নিজের ব্যাটিং ঠিক করতেই এসেছিলেন তিনি। বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ অবশ্য সাধুবাদ জানিয়েছেন সাকিবের এমন ফেরা নিয়ে। তবে সমালোচনায় মুখর ছিলেন সাবেক কিউই পেসার শেন বন্ড।
ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে এই কিউই পেসার বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে—কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসবেন না?’
আরও পড়ুন
অবশ্য সাকিব টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই দেশে ফিরেছিলেন সাকিব। পেসার তাসকিন বলেছিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাঁদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন, অন্য কিছু নয়।’
বিশ্বকাপের বাঁচা মরার ম্যাচে আজ শনিবার দুপুরে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব ঠিক কতটা উপকৃত হলেন বিশেষ অনুশীলন থেকে। সেটাও বোঝা যাবে আজকের এই ম্যাচে।
এসএইচ/জেএ