আফ্রিকা ম্যাচের আগে পাকিস্তান শিবিরে বড় দুঃসংবাদ
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ৫ ম্যাচ খেলে দলটির জয় মােটে দুইটি। এরমধ্যে ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরে সমালোচনার মুখে বাবর আজমরা। এমন পরিস্থিতির মধ্যেই বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের চোট।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমরা। বাঁচা-মরার এ ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়িয়েছে হাসান আলির অসুস্থতা।
এশিয়া কাপে চোট পেয়ে পেসার নাসিম শাহ ছিটকে যাওয়ায়, তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন হাসান। তবে হঠাৎই পরশু রাতে রাতে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। শঙ্কা জেগেছে প্রোটিয়াদের বিপক্ষে তার খেলা নিয়েও।
শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে, তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। জানা গেছে, হাসান সেরে ওঠার পথে। পিসিবির মেডিকেল প্যানেল তাকে উপদেশ দিয়েছেন বিশ্রামে থাকার। বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। এমনটাই মত তাদের।
এদিকে ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর যদি-কিন্তুর সমীকরণে এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান। শেষ চারের স্বপ্ন জিইয়ে রাখতে বাকি চার ম্যাচের সবগুলোতেই জিততে হবে দ্য গ্রিন ম্যানদের। পাশাপাশি অন্যদের হারও কামনা করতে হবে।
এইচজেএস