ভারতে অটোরিকশায় চড়ে স্টোকসদের তিক্ত অভিজ্ঞতা
মাঠের পারফরম্যান্সে বিবর্ণ বিশ্বকাপ কাটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। মাঠের বাইরেও দলটির তারকা অলরাউন্ডার বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। দিল্লিতে অটোরিকশায় চড়ার পর সেই অভিজ্ঞতার কথা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন স্টোকস। তাদের সঙ্গে ছিলেন দলের ফিটনেস ট্রেনার অ্যান্ডি মিচেলও।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড। তার আগে ম্যাচ ভেন্যুর শহরটিতে কিছুটা ঘুরে বেড়িয়েছেন স্টোকসরা। তখনই তারা তিক্ত সেই অভিজ্ঞতার শিকার হন। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি স্টোকস। শেষ দুই ম্যাচে খেলেছেন তিনি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে স্টোকস ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ করেন।
আরও পড়ুন
ম্যাচের আগের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে অটোরিকশায় চড়ার কথা জানান স্টোকস। সেখানে তার সতীর্থ লিভিংস্টোনকে ট্যাগ করে ক্যাপশনে লিখেন, ‘দ্য ইন্ডিয়া ডারেরি।’ ওই পোস্টে ‘ফোরকাস্ট ফর সি’ নামে এক সম্প্রচার প্রতিষ্ঠানকে তিনি ট্যাগ করেন। ধারণা করা হচ্ছে ওই প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে এই ভিডিও বানানো হয়েছে!
ভিডিওতে স্টোকসকে বলতে শোনা যায়, ‘আমার এবং লিভির (লিভিংস্টোন) উচ্চতা অনেক। আমাদের সঙ্গে ছিলেন ফিটনেস কোচ মিচেলও। সে উচ্চতায় আমাদের চেয়েও বড়। কিন্তু টুক-টুক (অটোরিকশা) খুব বড় ছিল না। আপনি কল্পনা করুন আমরা কতটা গাদাগাদি করে টুক-টুকের পেছনে বসেছিলাম। আমরা শুধু এটাই পেয়েছিলাম। এরপর উদ্দেশ্যহীন ছুটছিলাম আমরা।’
ওই সময় একটি গাড়ি দ্রুতগতিতে তাদের পাশ দিয়ে চলে যায়। এ নিয়ে স্টোকস বলেন, ‘আমরা তখন একপাশ ধরে চলতেছিলাম। তখনই ওই গাড়িটি আরেকপাশ থেকে দ্রুতগতিতে আসছিল। সে একটুও গতি কমায়নি। চোখের পলকেই সে আমাদের পাশ ঘেঁষে চলে গেল।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইংলিশরা। তাদের একমাত্র জয়টি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ আজ লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি আগে ব্যাট করে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়। যা ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় কুশল মেন্ডিসের দল। যা বিশ্বচ্যাম্পিয়নদের শোচনীয় পরিস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে। ফলে পয়েন্ট টেবিলে তাদের পরে একমাত্র অবস্থান নেদারল্যান্ডসের।
এএইচএস