নিজের ক্ষতি করে হলেও রেকর্ড গড়তে চান ম্যাক্সওয়েল
বেশিরভাগ ক্রিকেটারই বলে থাকেন, রেকর্ড নিয়ে তাদের খুব একটা আগ্রহ নেই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের প্রয়োজনে খেলার কথাই বলেন তারা। এখানে খানিকটা ব্যতিক্রম গ্লেন ম্যাক্সওয়েল। এই অজি অলরাউন্ডার রেকর্ডের ব্যাপারে খুব সতর্ক থাকেন। এমনকি নিজের ক্ষতি করে হলেও রেকর্ড গড়তে চান তিনি।
গতকাল বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রেলিয়ার রেকর্ড ৩০৯ রানের জয়ে বড় অবদান ম্যাক্সওয়েলের। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র ৪০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম সেঞ্চুরি।
সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ১০৬ রান করেন তিনি। তার বিস্ফোরক ইনিংসে ছিল ৯ চার ও ৮ ছক্কা। ২৭ বলে ফিফটি পূরণের পর পরের পঞ্চাশ ম্যাক্সওয়েল করেন কেবল ১৩ বলে! এতে ভাঙা পড়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের রেকর্ড। একই মাঠে গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল জানান, দ্রুততম সেঞ্চুরির পরিসংখ্যানের কথা তার ভাবনায় ছিল, 'আমি এসবের (রেকর্ড) ব্যাপারে খুবই সচেতন। কতগুলো বল মোকাবিলা করি সেই ব্যাপারেও আমি খুব সচেতন।'
'দ্রুততম ফিফটি, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডগুলো আমি ভালোবাসি। আমার মতে, এগুলো আকর্ষণীয় রেকর্ড। কখনও কখনও নিজের ক্ষতি করে হলেও (এসব রেকর্ড গড়ার জন্য) আমি সব সময়ই প্রচলিত সীমার বাইরে যাওয়ার চেষ্টা করেছি।'-আরও যোগ করেন তিনি।
এইচজেএস