এবার মেসির সঙ্গে কোহলির তুলনা
ঘরের মাঠে স্বপ্নের মতো এক বিশ্বকাপ আসর পার করছে ভারত। এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে অপরাজেয় রোহিত শর্মার দল। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিক দেশটির দুই বয়োজ্যষ্ঠ ক্রিকেটার রোহিত ও বিরাট কোহলি। ৫ ইনিংসে ১১৮ গড়ে কোহলি ৩৫৪ রান তুলেছেন। তার ব্যাটে এসেছে একটি শতক এবং তিনটি অর্ধশতক। কোহলির এমন ব্যাটিং শৈলিতে মুগ্ধ সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাকে তুলনা করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে।
এবারের আসরে কোহলির দুটি ফিফটির ইনিংস ছিল ৮৫ ও ৯৫ রানের। ভাগ্য কিছুটা সহায় হলেও আরও দুটি ম্যাজিক ফিগার পেতে পারতেন এই ভারতীয় তারকা। তবে ইতোমধ্যে ওয়ানডেতে কোহলি ৪৮টি সেঞ্চুরি পেয়ে গেছেন। তার চেয়ে একটি বেশি নিয়ে এখনও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে অংশ নিয়েছিলেন মাইকেল ভন। সেখানে তিনি প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে, ‘রান তাড়ায় বিরাট কোহলির চেয়ে ভালো আর কেউ নেই। সে ফাইনালের আগেই ৪৯তম এবং ফাইনালে ৫০তম শতক পেয়ে গেলে অবাক হব না। এটা অদৃষ্টেই লেখা আছে বলে বিশ্বাস করি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই বলেছিলাম, বড় খেলোয়াড়রা বিশ্বকাপে পারফর্ম করেই। এটা তাদের জাত চিনিয়ে দেয়।’
আরও পড়ুন
এরপর মেসির প্রসঙ্গ টেনে আনেন ভন। সর্বশেষ কাতার বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিধারীদের দীর্ঘ সাড়ে তিন দশকের শিরোপাখরা ঘুচিয়ে দিয়েছিলেন মেসি। সে বিষয়টি উল্লেখ করে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘ফুটবলারদের দিকে তাকান, লিওনেল মেসিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততেই হতো এবং সে সেটা করেছে। বিরাট আগেই বিশ্বকাপ জিতেছে, তবে মনে হচ্ছে সে ভারতকে একাই শেষ পর্যন্ত এগিয়ে নেবে (এবার)।’
তবে ওই অনুষ্ঠানে কোহলি এখনও তার সেরাটা দেখাননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী সাবেক উইকেটকিপার গিলক্রিস্টও, ‘সে (কোহলি) একদম পলিশ করা যন্ত্রের মতো। সে কিন্তু এখনও নিজের সেরাটা দেখায়নি।’
— HT Sports (@HTSportsNews) October 25, 2023
বর্তমান এই ভারতীয় দলকে থামানো সম্ভব নয় বলেও জানিয়েছেন ভন, ‘আমি জানতে চাই, তাদের (ভারত) কীভাবে থামানো যায়? এই মুহূর্তে সেই সুযোগ দেখছি না। হ্যাঁ, দ্রুত উইকেট নিতে পারেন। কিন্তু পিচ থেকে তেমন সহায়তা পাওয়া যাবে না। তাহলে কীভাবে দ্রুত ৩-৪ উইকেট নেবেন? অস্ট্রেলিয়া সেটা করতে পারে, চেন্নাইয়ে তারা দ্রুত তিনটি উইকেটও নিয়েছিল। কিন্তু আর কেউ এটা করতে পারবে বলে মনে হয় না।’
যদিও চেন্নাইয়ে আগে ব্যাট করে মাত্র ১৯৯ রানেই ভারতের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। এরপর ভারত শুরুতেই তিন উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে যায়। কিন্তু সেখান থেকে কোহলি ও লোকেশ রাহুল ভারতকে বড় জয় এনে দেয়। রোহিতরা এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে সবকটিতেই জিতেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি আগামী ২৯ অক্টোবর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
এএইচএস