ম্যাচ হেরে কেঁদেছিলেন বাবর
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই রেকর্ড করেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানতাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইমরান খান-ওয়াসিম আকরামদের উত্তরসূরীরা। প্রথম ম্যাচে তো উড়িয়েই দিয়েছিল নেদারল্যান্ডসকে। দুই ম্যাচের পর এমন দাপুটে পাকিস্তানকে নিয়ে সমীহ ছিল সবারই।
কিন্তু সেই দলটাই এখন খুঁজে ফিরছে নিজেদের। টানা তিন হার। এরমাঝে আছে আফগানিস্তানের মত দল। যাদের ক্রিকেটে কিনা পাকিস্তানই ছিল বড় পৃষ্ঠপোষক। এমন হারের পর তাই স্বাভাবিকভাবেই বিক্ষিপ্ত বাবর আজমরা। কিন্তু, অধিনায়ক বাবর নাকি রীতিমত ভেঙেই পড়েছেন। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের বক্তব্য অনুযায়ী, ম্যাচ শেষে ড্রেসিংরুমে কান্নাই করেছিলেন পাক অধিনায়ক।
আফগানদের কাছে এই হার পাকিস্তানিদের জন্য বড় ধাক্কা, সেটা স্বীকারও করেছেন অধিনায়ক বাবর, ‘এটা আমাদের কষ্ট দিয়েছে। আমাদের সংগ্রহটা ভালোই ছিল। তবে বোলিং সন্তোষজনক ছিল না। মাঝে ওভারগুলোতে আমরা উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে এক বিভাগে ভালো করতে না পারলেই হারতে হয়।’
বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে বেশ কড়া সমালোচনাই করছেন সাবেক ক্রিকেটাররা। সেই চাপ আগেই সঙ্গী ছিল তার। এবার আফগানদের বিপক্ষে হারটা যেন নিতেই পারেননি তিনি। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের দাবি, আফগানিস্তানের বিপক্ষে হারের পর কেঁদেছেন বাবর।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি শুনেছি, আফগানিস্তানের কাছে হারের পর বাবর আজম কেঁদেছে। ভুলটা শুধু বাবরের নয়, পুরো দল এবং ম্যানেজমেন্টেরও দায় আছে। দুঃসময়ে আমরা বাবরের পাশে আছি, গোটা জাতি ওর পাশে আছে।
বিশ্বকাপে এই মুহূর্তে বেশ চাপের মুখেই আছে পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করতে পরের ৪ ম্যাচ থেকে অন্তত তিন ম্যাচে জিততেই হবে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষও খুব সহজ কেউ না। ফর্মে ফেরাটা তাই এখন খুব বেশি প্রয়োজন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
জেএ