বিরাটের রেকর্ডের দিনটাও জানিয়ে রাখলেন গাভাস্কার
এক দশক আগে অনেকেই আভাস দিয়েছিলেন, এই ছেলে পরের শচীন হবে। কোন এক ম্যাচে তাকে দেখে গাভাস্কারের মন্তব্য ছিল, সেইই ভারতের ব্যাটিংয়ের ভবিষ্যত। নিজের উপর চেপে বসা এমনসব প্রত্যাশার পুরোটাই যেন পূরণ করছেন ভারতের বিরাট কোহলি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে নিজেকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটাই সেঞ্চুরি কোহলির। তবে হতে পারতো আরও দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছেন তিনি। তাতে ভাঙতে পারতো ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও। ৫০ সেঞ্চুরি করে শচীনকেও ছাড়িয়ে যেতে পারতেন কোহলি।
তবে, ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কারের বিশ্বাস এবারের বিশ্বকাপেই সেই মাইলফলকে চলে যাবেন বিরাট। শচীনের ৪৯ সেঞ্চুরি টপকে ৫০ সেঞ্চুরিও এবারের আসরে পাবেন বলেই মনে করেন তিনি। কবে পাবেন, সেটাও জানিয়ে রেখেছেন গাভাস্কার। নিজের জন্মদিনে, ইডেনের ভরা দর্শকদের সামনেই বিরাট নিজের শতকের অর্ধশতক করবে বলে মন্তব্য দ্য লিটল জিনিয়াসের।
‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম শতরান করবে বিরাট। কারণ, সে দিনই (৫ নভেম্বর) বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই শতরানের আনন্দও অনেক বেশি।’
আরও পড়ুন
ইডেনের পিচ বিরাট কোহলির ব্যাটিংয়ের পক্ষে আদর্শ বলেই মনে করেন গাভাস্কার, ‘ইডেনের যা পিচ তা বিরাটের ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। ওখানে ভাল শট খেললে বাউন্ডারি পেতে সমস্যা হয় না। প্রত্যেক ক্রিকেটারের জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ইডেনের গ্যালারি। তাই এত বড় একটা রেকর্ড ওখানে হওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শতরান করলে বিরাটের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।’
কিন্তু ৫০তম শতকের আগে যে ৪৯তম শতক দরকার। সেটা কবে হবে? এর উত্তরও দিয়েছেন গাভাস্কার, ইডেনে নামার আগে আরও দুটো ম্যাচ খেলবে বিরাট। একটা ইংল্যান্ড ও একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচের মধ্যে একটাতে ৪৯তম শতরান করবে বিরাট। তবে ৫০ হবে কলকাতাতেই।
জেএ