হাইলাইটস নাকি লাইভ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে ভয়ের শেষ ছিল না। এ কারণেই হয়তো ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টস জেতার জন্য দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রোটিয়া বিধ্বংসী ব্যাটিং লাইন-আপকে শুরুতে ব্যাটিং না পাঠানোর পরিকল্পনাই হয়তো কষেছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু বরাত মন্দ। সেই ইচ্ছা পূরণ হয়নি।
টস হেরে সেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। আর যে ভয় তাড়া করে ফিরছিল, মাঠেও দেখা গেল তেমনটাই। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির এবং দ্রুত দুই উইকেট হারালেও এক ডি ককেই যেন ম্যাচ শেষের আগেই সব শেষ!
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের লাইভ আপডেট পড়ুন এখানে
শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির দোড়গোড়া থেকে প্রোটিয়া এই উইকেটকিপার ফিরলেও ততক্ষণে রান তিনশো ছাড়িয়ে গেছে। ১৫ চার ও ৭ ছক্কায় ১৪০ বলে ১৭৪ রান করে থামেন ডি কক। এ ছাড়া শেষ পর্যন্ত প্রোটিয়াদের দলীয় সংগ্রহ ৩৮২ রানে নিয়ে ঠেকান এইডেন মার্করাম (৬০) ও হেনরিখ ক্লাসেন (৯০)।
বাংলাদেশি চলচ্চিত্র ‘হাওয়া’য় অভিনেতা চঞ্চল চৌধুরীর সংলাপ ‘ভয় পাচ্ছিস’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল চলচ্চিত্র মুক্তির পরপরই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে সেই সংলাপ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। বিশ্বকাপে প্রোটিয়াদের পারফর্ম্যান্স নিশ্চিতভাবেই ভয়ের জন্য যথেষ্ট কারণ ছিল টাইগার ভক্তদের জন্য।
অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকা শেষ ১০ ওভারে করেছিল ১৭২ রান। ইংল্যান্ডের সাথে করেছে ১৪৩ আর শ্রীলঙ্কার সঙ্গে ১৩০। আজ বাংলাদেশ ৪০ ওভার পর্যন্ত তাদের আটকে রেখেছিল ২৩৮ রানে। ডি ককের পর ক্লাসেন ঝড়ে শেষ ১০ ওভারে তারা তুলেছে ১৪৪ রান।
বাংলাদেশি বোলারদের নির্বিষ বোলিংয়ে আবারও প্রোটিয়া ঝড় উঠল শচীনের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। বলে বলে চার-ছক্কা দেখে আপনার মতে হতেই পারে হাইলাইটস দেখছেন নাকি লাইভ চলছে। তবে বাংলাদেশি বোলারদের খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকা শেষ ১০ ওভারে করেছিল ১৭২ রান। ইংল্যান্ডের সাথে করেছে ১৪৩, শ্রীলঙ্কার সঙ্গে ১৩০। বাংলাদেশ ৪০ ওভার পর্যন্ত তাদের আটকে রেখেছিল ২৩৮ রানে। ডি ককের পর ক্লাসেন ঝড়ে শেষ ১০ ওভারে তারা আজ তুলেছে ১৪৪!
এবারের বিশ্বকাপে যেন পণ করে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমত তান্ডবই চালাচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। আজকেরটিসহ ৫ ম্যাচের চারটিতেই দলীয় স্কোর ছিল ৩০০ এর বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন, আবার ইংলিশদের সঙ্গে স্কোরবোর্ডে উঠিয়েছেন ৩৯৯ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে আর সবম্যাচেই বোলারদের উড়িয়ে দিয়েছেন তারা।
এফআই