পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নিয়ে যা বললেন নবি
আরেকটা উৎসবের রাত আফগানিস্তানের। আকাশে-বাতাসে মিশে থাকা বারুদের গন্ধে কোনোভাবে বেঁচে থাকা আফগান মুল্লুকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে ক্রিকেট। চলতি বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডবধের পর ওয়ানডেতে আগের সাত দেখায় কখনো জিততে না পারা পাকিস্তানকেও হারিয়েছে ৮ উইকেটে। ঐতিহাসিক জয়ের দিনেও আক্ষেপ ঝরল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির কণ্ঠে।
ভারতের মাটিতে বিশ্বকাপ। আফগানদের বেশ কয়েকজন ক্রিকেটারের নিয়মিত আইপিএলে খেলা এবং ভারতে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় বড় স্বপ্ন বুনছিল আফগানরা। যদিও বিশ্বকাপ অভিযানের শুরুটা হয় বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে। পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে ষষ্ঠ স্থানে উঠে আসার দিনে তাই ঘুরেফিরে এলো বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি। জেতা উচিত ছিল সেই ম্যাচটি। কিন্তু আমরা অর্ধেক এসে গেছি টুর্নামেন্টের। আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রচুর পরিশ্রম করতে চাই আমরা। দর্শকরা আমাদের যেভাবে সমর্থন দিয়েছে, তারা অসাধারণ। আশা করি পুনেতেও এমন সমর্থন পাব।’
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে নবি বলেন, বড় একটি মুহূর্ত পুরো দলের জন্য, এমনকি পুরো আফগানিস্তানের জন্য। আমরা গত ১০-১২ বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বড় মঞ্চে পাকিস্তানকে হারাব। আমরা শেষ তিন মাস অনেক পরিশ্রম করেছি আজকের এই সুন্দর দিনটির জন্য। আমরা প্রথমে ইংল্যান্ড ও আজ পাকিস্তানকে হারালাম। আমাদের সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লক্ষ্য তাড়া করেও জিততে পারি।’
আরও পড়ুন
সোমবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। যেখানে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।
এফআই/এসএসএইচ