‘কোহলির ভেতরে কম্পিউটার আছে’
ঘরের মাঠে বিশ্বকাপে উড়ছে ভারত। পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। স্বাগতিকদের জয়রথে রাখার বড় কারিগর বিরাট কোহলি। চারটিতেই তার ব্যাট থেকে এসেছে পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ধারাবাহিকভাবে রান তাড়ায় দলকে এগিয়ে দেওয়া কোহলির প্রশংসায় পঞ্চমুখ শেন ওয়াটসন।
ধর্মশালায় রোববার নিউ জিল্যান্ড ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি কোহলি। জয়ের দুয়ারে দাঁড়িয়ে তিনি ফেরেন ৯৫ রানের ইনিংস খেলে। চলতি আসরে রান তাড়ায় কোহলির এমন ইনিংস নিয়মিত দৃশ্য।
শুধু পাকিস্তান ম্যাচে ফিফটি করতে পারেননি কোহলি। বাকি চার ম্যাচে তার সংগ্রহ ৮৫, ৫৫*, ১০৩*, ৯৫। সব মিলিয়ে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের সাবেক এই অধিনায়ক।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্টার স্পোর্টসের অনুষ্ঠানে রান তাড়ায় কোহলির এই পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসন। তিনি বলেন, 'সবাইকে বুঝতে হবে, রান তাড়া করা সহজ কাজ নয়। বরং কোহলি এটিকে সহজ বানিয়ে নেয়। এত দিন ধরে সে এটি করছে যে, দেখে মনে হয় খুব সহজ। এটি খুব চ্যালেঞ্জিং কারণ কার সঙ্গে ব্যাটিং করছেন, কোন বল মারবেন, কোন বলে ঝুঁকি কম নেবেন- এই সব কিছু হিসেব করে খেলতে হয়।'
'কোহলির ভেতরে এই অভ্যন্তরীণ কম্পিউটারটা আছে। যা খুব নিখুঁতভাবে কাজ করে। সে জানে কোন সময়ে কোন কাজটা করতে হবে। বিষয়টা এমন নয় যে, নামলাম আর জিতে গেলাম। দারুণ ছন্দে থাকা অপরাজিত দলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ, যেখানে তার (কোহলি) কম্পিউটার নিজের কাজ করেছে। যা দেখতে দুর্দান্ত।'-আরও যোগ করেন তিনি।
এইচজেএস