অসুস্থ হয়ে পড়েছেন হাথুরুসিংহে
পুনের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দল এখন অবস্থান করছে মুম্বাইতে। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জয়ের খোঁজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। গত শুক্রবার শচীনের শহরে এসে পৌঁছায় দল। এরপর দিন দুয়েকের বিশ্রাম শেষে আজ অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স।
অনুশীলনে চোটাক্রান্ত সাকিব আল হাসান ও তাসকিন আহমেদরা উপস্থিত থাকলেও কোথাও ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ওয়াংখেড়েতে নেই টাইগারদের প্রধান এই কোচ।
আজ দুপুর দেড়টা নাগাদ মুম্বাইয়ের মাঠে আসে দলের ক্রিকেটাররা। তবে সেখানে দেখা যায়নি হাথুরুকে। পরবর্তীতে টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন তার না থাকার কারণ। তবে ঠিক কি শারিরীক সমস্যায় ভুগছেন টাইগার হেড কোচ তা জানা যায়নি। আপাতত হোটেলেই বিশ্রাম কাটাচ্ছেন হাথুরুসিংহে।
আরও পড়ুন
হাথুরু না থাকায় এদিন সহকারী কোচ নিক পোথাসের তত্ত্ববধানে অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রধান কোচ না এলেও ছিলেন বাকি সব কোচিং স্টাফ। শুরুতে ফুটবল খেলে গা গরম করা সাকিব এদিন ব্যাটিংও করেছেন। তবে সেটির স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। ভারত ম্যাচের আগেও ব্যাটিং অনুশীলনে দেখা গিয়েছিল সাকিবকে। তবে মূল ম্যাচে একাদশে ছিলেন না টাইগার অধিনায়ক।
এদিকে, কাঁধের ইনজুরিতে থাকা তাসকিন আহমেদ আজ মাঠে এসে ফুটবল খেলার পর তাকে আর অনুশীলনে দেখা যায়নি। যদিও তিনি মাঠেই আছেন।
এসএইচ/এফআই