আরও একটি রেকর্ডের সামনে শাহিন আফ্রিদি
ব্যাটারদের অনুকূল পিচ বানিয়ে ভারতের মাটিতে চলছে বিশ্বকাপ আসর। যেখানে বোলারদের ভালো করার সুযোগ কমই বটে। তবুও এমন ফ্ল্যাট উইকেটেও মাঝেমধ্যে আগুন ঝরাতে ভুলছেন না বোলাররা। তেমনই একজন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। খুব একটা ছন্দে নেই তিনি, তবে ভুলে গেলে চলবে না জ্বর নিয়েও শাহিন ম্যাচ খেলেছেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েন দ্বিতীয় কোনো পাকিস্তানি হিসেবে দু’বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।
এর মাধ্যমে শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছেন শাহিন। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দু’বার করে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে এই দুই বোলারের। এছাড়া ওই ম্যাচে আরও রেকর্ড গড়েছিলেন শাহিন আফ্রিদি। ৪৮তম ওয়ানডে ম্যাচে তিনি পেসার হিসেবে সর্বোচ্চ ৯৫ উইকেট নেওয়ার নজির গড়েন। অবশ্য তিনি একাই নন, সমানসংখ্যক ম্যাচ খেলে এর আগে অজি পেসার মিচেল স্টার্কও ৯৫ উইকেট নিয়েছিলেন।
বিশ্বকাপে খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জয়ের পর পরের দুটিতে তারা হেরেছে। যার অন্যতম কারণ হিসেবে শুরুতে আফ্রিদি ও হারিস রউফরা ব্রেক-থ্রু এনে দিতে না পারাকে দায়ী করা হচ্ছে। তবে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতাও উঠে আসছে সমালোচনার টেবিলে। অবশ্য শাহিন আফ্রিদিরা আগের ম্যাচে ঠিকই নিজেদের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে।
সে হিসেবে শিগগিরই আরেকটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে শাহিন আফ্রিদির সামনে। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে তিনি দ্রুততম ১০০ উইকেট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। এর আগে ৫৩ ম্যাচে দ্রুততম একশ উইকেট নেওয়ার রেকর্ড আছে কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকের। আর বর্তমানে শাহিন আফ্রিদি খেলেছেন ৪৮ ম্যাচ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সাড়ে তিনশ পেরোনো ম্যাচটিতে ৫২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহিন আফ্রিদি। যার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের বাঁ-হাতি পেসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ উইকেট দখলে এসেছে তার। এদিন তিনি টপকে যান বর্তমানে দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ আমিরকে (২৫৯)। তবে আমিরের চেয়ে শাহিন ৩২ (মোট ১৪৫ ইনিংস) ইনিংস কম খেলেছেন। এখন স্বদেশি বাঁ-হাতি পেসারদের মধ্যে তার সামনে রয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। ৫৩২টি আন্তর্জাতিক ইনিংসে সাবেক এই পেসার নেন ৯১৬ উইকেট।
এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আসরে শাহিন আফ্রিদি বিশ্বকাপের প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিন আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন ১০ ওভারে ৫৪ রান ব্যয় করে। আগামীকাল (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নামবে পাকিস্তান।
এএইচএস