শচীনকে ছুঁতে একটি সেঞ্চুরি দরকার কোহলির
বাংলাদেশ-ভারত ম্যাচের শেষদিকে জয়ের চেয়ে আরেকটি বিষয়ই সবচেয়ে বড় হয়ে ওঠে। তখন ভারতের জয় ও বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ১৯ রান। এরপর থেকে দৌড়ে রান নেওয়ার সুযোগ থাকলেও স্ট্রাইক ছাড়েননি কোহলি। তার ম্যাজিক ফিগারের জন্য বেশ সহায়তা করেছেন ক্রিজে থাকা অপর ব্যাটার লোকেশ রাহুল। অবশেষে ৯৭ বলে কোহলি কাঙ্ক্ষিত সেই মুহূর্ত পেয়ে গেলেন। নাসুম আহমেদের বল লং অন দিয়ে উড়িয়ে মেরে ওয়ানডেতে ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।
আর এর মাধ্যমে পুনেতে জয়োৎসবে মেতেছে ভারত। ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই তারা বাংলাদেশকে হারিয়েছে। চলমান বিশ্বকাপে এটি রোহিত শর্মার দলের টানা চতুর্থ জয়। আজকের একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি বিনোদন হয়ে এসেছে কোহলির সেঞ্চুরি।
ম্যাচের ৪১তম ওভারের প্রথম বলে চার, চতুর্থ বলে ছক্কা হাঁকান কোহলি। সেঞ্চুরি পেতে এর মাঝেই তিনি দুটি সিঙ্গেল রান নাকচ করে দেন। শেষ বলে রান নিয়েও আবার ধরে রেখেছেন স্ট্রাইক। কোহলি সেঞ্চুরিটা চান, সেটি স্পষ্ট ছিল। অবশ্য তার এই প্রচেষ্টা শুরু হয় আরও আগে থেকেই। ৪০তম ওভারেও মিড-অনে দুবার দৌড়ে দুই রান করে নিয়েছেন। সিঙ্গেলের সুযোগ পাওয়া সত্ত্বেও স্ট্রাইক ছাড়েননি কোহলি।
— BCCI (@BCCI) October 19, 2023
কোহলির এমন মানসিকতা দেখে মনে হচ্ছিল— নেট রানরেটের কথা আপাতত তার মাথায় নেই। শেষ পর্যন্ত বিশাল ছক্কায় নিজের ও দলীয় লক্ষ্য পেরিয়েছেন। বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৩ উইকেটে পেরিয়েছে ভারত।
ম্যাজিক ফিগার পূর্ণ করতে কোহলি ৬টি চার ও চারটি ছক্কার বাউন্ডারি খেলেছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৩ রানে (৯৭ বল)। এখন ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে তার নাগাল সমান দূরত্বে রয়েছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি, সেটি ছুঁতে আর একটি তিন অঙ্কের ইনিংস দরকার কোহলির।
এএইচএস