ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি
বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বড় প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত অনেকটা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে বরাবরই দারুণ কিছু প্রত্যাশা থাকে বাংলাদেশের প্রতি। বিশ্বকাপেও নিশ্চিতভাবেই তাদের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছে সাকিব আল হাসানের দল।
তবে, বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানটাও ভাবাচ্ছে টাইগার ক্রিকেটের সমর্থকদের। ব্যাটিং ইউনিটে রানখরা, গুরুত্বপূর্ণ বোলারদের কাছ থেকে উইকেট না আসায় বিপাকেই আছে বাংলাদেশ। বড় হারের কারণে পয়েন্ট টেবিলে অবস্থানটাও খুব একটা সুবিধার না।
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার ক্রিকেটারদের মাঝে। গতকাল (বুধবার) নিউজিল্যান্দের বিপক্ষে আফগানিস্তানের ১৪৯ রানের হার বাংলাদেশকে দিয়েছে বাড়তি সুবিধা। রানরেটের হিসেবে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ছয়ে আছে তারা। সুযোগ আছে নিজেদের সেরা চারে নিয়ে যাওয়ার।
# | দল | ম্যাচ | জয় | হার | ড্র | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
১ |
নিউজিল্যান্ড
|
৪ | ৪ | ০ | ০ | ০ | ১.৯২৩ | ৮ |
২ |
ভারত
|
৩ | ৩ | ০ | ০ | ০ | ১.৮২১ | ৬ |
৩ |
দক্ষিণ আফ্রিকা
|
৩ | ২ | ১ | ০ | ০ | ১.৩৮৫ | ৪ |
৪ |
পাকিস্তান
|
৩ | ২ | ১ | ০ | ০ | -০.১৩৭ | ৪ |
৫ |
ইংল্যান্ড
|
৩ | ১ | ২ | ০ | ০ | -০.০৮৪ | ২ |
৬ |
বাংলাদেশ
|
৩ | ১ | ২ | ০ | ০ | -০.৬৯৯ | ২ |
৭ |
অস্ট্রেলিয়া
|
৩ | ১ | ২ | ০ | ০ | -০.৭৩৪ | ২ |
৮ |
নেদারল্যান্ডস
|
৩ | ১ | ২ | ০ | ০ | -০.৯৯৩ | ২ |
৯ |
আফগানিস্তান
|
৪ | ১ | ৩ | ০ | ০ | -১.২৫০ | ২ |
১০ |
শ্রীলঙ্কা
|
৩ | ০ | ৩ | ০ | ০ | -১.৫৩২ | ০ |
সবশেষ পয়েন্ট টেবিল অনুযায়ী, -০.৬৯৯ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে আছে বাংলাদেশ। আর -১.২৫০ রানরেট নিয়ে নয়ে নেমে গিয়েছে আফগানরা। আর সমান পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে ইংল্যান্ড। আর -০.৭৩৪ রানরেট নিয়ে বাংলাদেশের ঠিক নিচেই আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের সবকটিতে জয় নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিন জয়ে ভারত আছে ২য় স্থানে।
আজকের ম্যাচ জিতলে ইংল্যান্ডকে নিশ্চিতভাবেই ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানরা। বড় ব্যবধানের জয় পেলে -০.১৩৭ রানরেট নিয়ে থাকা পাকিস্তানকেও পেছনে ফেলার সুযোগ থাকবে টাইগারদের সামনে। সেই সুযোগটা অবশ্যই নিতে চাইবে বাংলাদেশ।
জেএ