মুস্তাফিজের পর হাথুরুর বিশ্বাস, সব ম্যাচ জেতা সম্ভব
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে একটিতে জয় আর বাকি দুটিতে পরাজয়। টুর্নামেন্টে এখনও ৬ ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ দলের। যেখানে সবকটি ম্যাচই জয়লাভ করতে পারে টাইগাররা আগেই এমন আশার বাণী শুনিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। এবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সুর মেলালেন তাতে।
বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় আজ মাঠে নামছে বাংলাদেশ।পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় না আগামীকাল (আজ) ম্যাচের সঙ্গে এসব খুব একটা সম্পৃক্ত। আমরা আসলে প্রতিটি ম্যাচে জেতার জন্যই অনুপ্রাণিত। গত দুই সপ্তাহে যা হয়েছে তাতো সব পরিষ্কার। আমরা এসব থেকে অনুপ্রাণিত। আমাদের হাতে ছয়টা ম্যাচ আছে এখনো। আমরা মনে করি ছয়টা ম্যাচেই জেতা সম্ভব।’
আরও পড়ুন
ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে টাইগার কোচ আরও বলেন, ‘তারা সব জায়গাতেই ভালো। তাদের শুরুর দিকে স্ট্রাইক বোলার আছে। বুমরাহ প্রায় তার সেরা অবস্থায় চলে এসেছে। মাঝের ওভারগুলোর জন্যও তাদের ভালো ও অভিজ্ঞ স্পিনার আছে। টপ-অর্ডার রীতিমতো চলছে, তারা ভয়ঙ্কর। ভয় ছাড়াই তারা খেলছে। মনে হচ্ছে এই মুহূর্তে তারা তাদের খেলাটাকে উপভোগ করছে। তাদের অনেক সমর্থনও আছে। সবমিলিয়ে তারা খুব ভালো অবস্থায় আছে।’
‘সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে আমাদের সাফল্য আছে। কিন্তু বিশ্বকাপে এটা ভিন্ন ধরনের খেলা। আমরা আশা করছি পরিপূর্ণ একটা খেলা খেলতে পারবো। ভারত বিশ্বকাপে ফর্মে থাকা দল। আমরা এখনও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি’-যোগ করেন হাথুরু।
এই ম্যাচের আগে চারদিক থেকেও আসছে নানা আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটাররাও যাচ্ছেন না কমে, হাথুরু বলেছেন, ‘আমি শুধু আমার দলকে বলতে পারি শতভাগ আর সেরাটা দেওয়ার জন্য। এর বাইরে কে কি বলছে সেসব আসলে আমার নিয়ন্ত্রণে খুব কমই থাকে। আমরা যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তবে যেকোনো দলকেই হারাতে পারবো। ’
এসএইচ/এফআই