ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরু
বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেন মেরি গো রাউন্ড। প্রতি ম্যাচেই আসছে পরিবর্তন। ওপেনিং থেকে শুরু করে দশ নম্বর, কোন পজিশনেই যেন স্থিরতা নেই টাইগারদের। বিশ্বকাপে বাংলাদেশের টানা দুই ম্যাচে পরাজয়ের পেছনে অনেকেই কাঠগড়ায় তুলছেন ব্যাটিং অর্ডারকে। আর এজন্য দায়ী করা হচ্ছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানকে।
তবে ভারত ম্যাচের আগে কোচ হাথুরুসিংহে জানালেন ব্যাটিং অর্ডারের এমন রদবদল বাংলাদেশে বিশ্বকাপ পরিকল্পনারই অংশ। ম্যাচের কম্বিনেশন বুঝেই নেওয়া হয় এর সিদ্ধান্ত, ‘ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে আমার ছেলেদের সঙ্গে পরিষ্কার আলোচনা হয়েছে, ওরাও এই বিষয়ে অবগত।’
আরও পড়ুন
পুরো বিশ্বকাপে এভাবেই খেলার পরিকল্পনার কথাও জানালেন কোচ, ‘আমরা কিভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আবার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো ওয়ার্ল্ডকাপ খেলব।’
বিশ্বকাপে বাংলাদেশ কিছুটা অগোছালো কিনা তা নিয়েই আছে শঙ্কা। তবে সেই কথাও উড়িয়ে দিয়েছেন কোচ হাথুরু, ‘আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়।’
আগের তিন ম্যাচে রান না এলেও ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং নিয়ে অবশ্য আশাবাদী টাইগারদের হেডকোচ, ‘ব্যাটিং গ্রুপ নিয়ে আমরা এখনও পুরোপুরি পারফরম্যান্স পাইনি। এখনও পুরো সামর্থ্য প্রমাণ করা হয়নি ব্যাটিংয়ে। আশা করছি এই ম্যাচ দিয়েই ব্যাটাররা রানে ফিরবে কারণ উইকেটটা ব্যাটারদের পক্ষে কথা বলতে পারে। আমিও আশা করছি, ছেলেরা তাদের সেরাটা দিয়েই খেলবে।'
এসএইচ/জেএ