প্রোটিয়াবধের পথে ডাচ রূপকথার বিশেষ মুহূর্ত
১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে ধর্মশালায় রূপকথা লিখল নেদারল্যান্ডস। অথচ দক্ষিণ আফ্রিকা আগের দুই ম্যাচে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছিল। মূলত ডাচদের অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হারতে হয়েছে প্রোটিয়াদের। আগে ব্যাট করা ‘কমলা শিবির’ ৪৩ ওভারে ২৪৬ রানের লক্ষ্য দেয়, সেই রানতাড়ায় টেম্বা বাভুমার দল মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হারলেও বেশ লড়াই করেছিল ডাচরা, তৃতীয় ম্যাচে টেম্বা বাভুমার উড়ন্ত দলকে একেবারে মাটিতে নামিয়ে আনলো।
ওই সময় দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারানোর পথে নাক-সমান দূরত্বে ছিল নেদারল্যান্ডস। আর মাত্র ১ উইকেটের অপেক্ষা।
এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকেছে নেদারল্যান্ডস। ১০০ রানেই ৫ উইকেট হারিয়েছিল ডাচরা। পরবর্তীতে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৮ রানে ভর করে তারা লড়াকু পুঁজি সংগ্রহ করে। এরপর লোগান ভ্যান বিকের সর্বোচ্চ তিন শিকারে নিশ্চিত হয় ৩৮ রানের ঐতিহাসিক জয়।