অনুশীলনে সাবলীল সাকিব, খেলবেন ভারতের বিপক্ষে?
বিশ্বকাপে ভারত ম্যাচের আগে আজ (মঙ্গলবার) ব্যক্তিগত পরীক্ষায় বসেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন দুপুর পর্যন্তও নিশ্চয়তা ছিল না তিনি আসন্ন ম্যাচটিতে খেলবেন কিনা। এরপর অনুশীলনে সাকিবকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। একে একে তিনি রানিং ও ব্যাটিং অনুশীলন করেন, যেখানে অস্বস্তিতে পড়তে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। ভারতের বিপক্ষে তিনি খেলবেন কিনা সেটি নির্ভর করছে টিম টাইগার্সের স্ক্যানিং রিপোর্টের ওপর।
আগামী বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে টাইগাররা। তার আগে তিনদিনের ছুটি কাটিয়ে আজ অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। এ সময় রানিং, অনুশীলন আর ব্যাটিং দেখে যে কারও মনে হতে পারে— সুস্থ আছেন সাকিব। এর আগে থেকে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া উঁরুর চোটে ভুগছিলেন। তবে এদিন অনুশীলনে বেশ সাবলীলই দেখা গেছে টাইগার দলপতিকে। টানা তিন ধাপে আজ সাকিব ৪৫ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করেছেন।
ব্যাটিং করার সময় মনে হয়নি সাকিবের মাঝে কোনো দুর্বলতা কাজ করছে। আর এই বিষয়টি নিশ্চয়ই স্বস্তির সুবাতাস দেবে টাইগার শিবিরে। জয়ের জন্য তৃষ্ণার্ত টাইগারদের পরবর্তী ম্যাচে যে নিয়মিত অধিনায়কের উপস্থিতি খুব প্রয়োজন। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে হলে অবশ্যই অধিনায়ক ও পারফর্মার সাকিবের কোনো বিকল্প নেই!
আরও পড়ুন
ব্যাটিংয়ের পাশাপাশি রানিংয়েও যথেষ্ট কমফোর্ট মনে হয়েছে সাকিবকে। দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে নিয়ে প্রথমে ছোট ছোট রানিং করেন টাইগার অধিনায়ক। এরপর তিনি ধাপে ধাপে বড় রানিংয়ে যান। অনুশীলন শেষে সাকিবের একটি স্ক্যান করানোর কথা ছিল, সে বিষয়ে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন সাকিবও। গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও অবশ্য সে কথা বলেছেন। এরও আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন ভারতকে হারাতে পারলে সবচেয়ে বেশি খুশি হন তিনি। যে কারণে টাইগার অধিনায়ক এই ম্যাচকে ঘিরে বড় স্বপ্নই দেখছেন!
এসএইচ/এএইচএস