‘ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-বাংলাদেশ লড়াই বেশি রোমাঞ্চকর’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা নতুন কিছু নয়। আর সেটা যদি হয়, বিশ্বকাপের মঞ্চ তাহলে রোমাঞ্চের পারদটা আরো একও ধাপ উপরে থাকে! তবে চলমান বিশ্বকাপে দর্শকদের হতাশই করেছে পাকিস্তান। নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি তারা। মোহাম্মদ আশরাফুল মনে করেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের থেকে ভারত-বাংলাদেশ ম্যাচ আরও বেশি রোমাঞ্চকর হয়।
২০০৭ থেকে প্রতিটি বিশ্বকাপেই ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে তারকায় ভরপুর ভারতকে হারিয়েতো টুর্নামেন্ট থেকেই বিদায় করে দেয় বাংলাদেশ। এরপর অবশ্য বিশ্ব আসরে জয়ের দেখা মিলেনি ভারতের বিপক্ষে তবে লড়াইটা হয়েছে বেশ ভালোই।
আশরাফুল বলেন, 'এখনো পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচকে বড় ম্যাচ বললেও ২০০৭ থেকে আমার কাছে মনে হয় ভারত-বাংলাদেশ ম্যাচটাই কঠিন ম্যাচ হয় এশিয়ার মধ্যে। যদি ভারত-পাকিস্তান ম্যাচ দেখি তাহলে ভারত এগিয়ে আছে, ভারত-বাংলাদেশ ম্যাচে যখনই খেলি, আমরা ভালো লড়াই করি।'
এক দিন পরই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত ভারত, অন্যদিকে তিন ম্যাচে এক জয় পেয়েছে বাংলাদেশ। তবে বরাবরের মতো এবারও ভারত-বাংলাদেশ ম্যাচ রোমাঞ্চকর হবে, এমনটাই বিশ্বাস আশরাফুলের।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'হয়তো অল্পের জন্য জিততে পারি না। কিন্তু আমরা চমৎকার লড়াই করি ভারতের বিপক্ষে। সে জায়গায় আমার বিশ্বাস এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলবো।'
এইচজেএস