মিরাজের কারণেই ব্যাটিং অর্ডারে সব সমস্যা!
বাংলাদেশ দলের সর্বশেষ তিন ম্যাচে ওপেনার হিসেবে খেলছেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। তবে তিন নম্বর পজিশনে এসেছে একাধিকবার পরিবর্তন। কখনো নাজমুল হোসেন শান্ত আবার কখনো মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে এই পজিশনে। যে কারণে বাকিদের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এসেছে।
দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্বীকার করেছেন মিরাজকে জায়গা দিতেই বাকি জায়গায় পরিবর্তন এসেছে। পুনেতে আজ গণমাধ্যমে তিনি বলছিলেন, 'এটা যদি এমন হতো মিরাজ তার পজিশনে ব্যাট করছে তাহলে কোন সমস্যাই থাকত না। শান্ত তিন, সাকিব চার, হৃদয় পাঁচ, মুশফিক ছয়। হয়ত মাহমুদউল্লাহ সাত বা মিরাজ সাত, মাহমুদউল্লাহ আট। মিরাজকে আমরা টপ অর্ডারে ব্যবহার করাতে, ডান-বাম সমন্বয় করতে গিয়ে জিনিসটা হচ্ছে। যেটা বললাম মিরাজ এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করে একটা একশো করেছে। ওয়ার্মআপ ম্যাচেও করেছে। এই চিন্তা করেই তাকে খেলানো হয়েছে।'
সুজন মনে করেন দলের মূল ব্যাটারদেরই বড় রান করতে হবে। তিনি বলেন, 'আমি বলছি না, মিরাজ দলের মূল ব্যাটার। কিন্তু সে তার ব্যাটিং উন্নতি করেছে। তারপরও আমাদের ডিপেন্ড করতে হবে যারা টপ অর্ডার আছে লিটন বা তামিম এদের উপর বা মুশফিক, সাকিব বা হৃদয়। এরা আমাদের টপ অর্ডার। আমরা ভেবেছিলাম মিরাজকে আগে পাঠালে হয়ত ব্যাটিং অর্ডার লম্বা হয়। সেটা আসলে ব্যাকফায়ার করছে।'