ভারত ম্যাচের আগে ছুটিতে সাকিব-মাহমুদউল্লাহরা
বিশ্বকাপে বাংলাদেশের এখনও ৬ ম্যাচ বাকি। তবে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩ ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে সাকিব আল হাসানের দল। চরম ব্যাটিং বিপর্যয় তাদের এমন হারের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। যদিও সর্বশেষ ম্যাচে বোলাররাও সেভাবে ভূমিকা রাখতে পারেননি। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষে চেন্নাই ছেড়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা। তাদের পরবর্তী ম্যাচ হবে পুনেতে, তার আগে টাইগার ক্রিকেটারদের দুদিনের ছুটি দেওয়া হয়েছে।
আজ (শনিবার) দুপুরেই চেন্নাই থেকে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পা রেখেই বিশ্রাম পাচ্ছেন টাইগাররা। ভারতের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৯ অক্টোবর। তার আগে আজ ও কাল (রোববার-সোমবার) পুরোপুরি ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
পরবর্তীতে মঙ্গলবার ও বুধবার টাইগাররা অনুশীলন করবে। পরদিন (বৃহস্পতিবার) পুনেতে ভারতের বিপক্ষে লড়বেন সাকিব-মুশফিকরা। বাংলাদেশ দলের যে একটা বিশ্রাম প্রয়োজন সেটি গতকালের ম্যাচ শেষে সহকারী কোচ নিক পোথাসও বলছিলেন।
আরও পড়ুন
পোথাস বলেন, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা নয়। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’
এর আগে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরবর্তী দুই ম্যাচে তারা গত আসরের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। দুটি ম্যাচেই লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেননি টাইগার ক্রিকেটাররা। বড় ব্যবধানে হেরে মানসিকভাবেও বিপর্যস্ত বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তাদের সাময়িক সময়ের বিশ্রাম প্রয়োজন ছিল!
এসএইচ/এএইচএস