শান্তর থ্রোতে ছিটকে গেলেন উইলিয়ামসন
শর্ট মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোড়া একটি বলে আঘাত পেয়েছিলেন কেইন উইলিয়ামসন। নন স্ট্রাইক প্রান্তে দৌড়ে আসা উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগে বল। সঙ্গে সঙ্গেই ফিজিও মাঠে প্রবেশ করেন। পরে হাতে ব্যান্ডেজ নিয়েও ব্যথার কারণে ম্যাচের ৩৯তম ওভারের মাঝপথে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
ম্যাচের পরই তার হাতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানেও দুঃসংবাদ পেয়েছেন উইলিয়ামসন। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এ কারণে আগামী কয়েক ম্যাচে মাঠে নাও দেখা যেতে পারে নিউজিল্যান্ড অধিনায়ককে। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
আরও পড়ুন
তবে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এখনও উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী। এক বিবৃতিতে স্টেড বলেন, 'আমরা অনুভব করতে পারছি তার অবস্থা, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য যে কঠোর পরিশ্রম করেছে। এরপরই এটা ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট শনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে। কেন (উইলিয়ামসন) স্পষ্টতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করবো।'
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না উইলিয়ামসন। গতকাল (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফেরেন কিউই কাপ্তান। প্রত্যাবর্তনের ম্যাচে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন ৭৮ রানের মূল্যবান ইনিংস। দলও বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয় পেয়েছে।
সর্বশেষ আইপিএলের প্রথম ম্যাচেই চোটে পড়েছিলেন উইলিয়ামসন। ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর চোট তার বিশ্বকাপে খেলা অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত উইলিয়ামসনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কিউইরা। বিশ্বকাপের আগে উইলিয়ামসন দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেছিলেন। কিন্তু মূলমঞ্চে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না তিনি।
এসএইচ/এফআই