শুধু স্টেডিয়ামের দর্শকদের জন্যই কনসার্ট, বিশ্বকাপে ফের বিতর্ক
কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই গত ৫ অক্টোবর এশিয়ার মাটিতে পর্দা উঠেছে ক্রিকেট বিশ্বকাপের। যার জেরে আয়োজক বিসিসিআইকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে আজ ভারত-পাকিস্তান মহারণের আগে মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
সেই অনুষ্ঠানে পারফর্ম করেন একঝাঁক ভারতীয় শিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং, সুনিধি চৌহানসহ অনেকের নামই শোনা যাচ্ছে।
আরও পড়ুন
তবে এই অনুষ্ঠানটি শুধু আজকের হাই-ভোল্টেজ ম্যাচে আগত দর্শকদেরই উপভোগের সুযোগ ছিল। আর তাই বিশ্বজুড়ে ক্রিকেট কিংবা সংগীতপ্রেমীরা বঞ্চিত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানানো হচ্ছে, বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করেনি। যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে।
— RVCJ Media (@RVCJ_FB) October 14, 2023
বাইশগজের মহারণ শুরুর আগে বাংলাদেশ সময় বেলা ১টায় আহমেদাবাদে শুরু হয় সংগীতানুষ্ঠান। যেখানে একে একে পারফর্ম করেন তারকারা। হাই-ভোল্টেজ ম্যাচে আর কিছুক্ষণ পর মাঠে নামবে ভারত ও পাকিস্তান। বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
এফআই